বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে নিউ মার্কেটে শপিং করতে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ এক অটোরিকশা এসে তাকে সজোরে ধাক্কা দেয়, পড়ে যান অভিনেত্রী। রিকশার চাকার নিচে তার বাঁ পা চাপা পড়লে গুরুতর চোট পান তিনি। পরে শাওনকে দ্রুত শ্যামলীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শাওন নিজেই জানিয়েছেন। ‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ’ শিরোনামে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুমার সময়, দুপুরে নিউ মার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান-বাম ভালো করে দেখে যে-ই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এল ‘বাংলার টেসলা’খ্যাত এক ইঞ্জিনচালিত রিকশা! কোনো রকম বেলের টুংটাং না করে ‘আআআপুউউউ... সরেএএএন!’ বলে ডাক দেওয়া আর কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় এক সজোরে ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পায়ের ওপর দিয়ে চলে গেল।’
দুর্ঘটনার সময় শাওনের সঙ্গে নিষাদ ছাড়াও সন্তানসম অর্পিতা নামে একটি মেয়ে ছিল। সর্বশেষ অভিনেত্রী দিয়েছেন শারীরিক অবস্থার আপডেট। জানান, বর্তমানে সুস্থ আছেন তিনি। পা ভাঙেনি, তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁজরে করা হয়েছে প্লাস্টার।
ঠিকানা/এনআই
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি শাওন নিজেই জানিয়েছেন। ‘ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ’ শিরোনামে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘বড় ব্যাটা নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেট, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম। জুমার সময়, দুপুরে নিউ মার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান-বাম ভালো করে দেখে যে-ই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এল ‘বাংলার টেসলা’খ্যাত এক ইঞ্জিনচালিত রিকশা! কোনো রকম বেলের টুংটাং না করে ‘আআআপুউউউ... সরেএএএন!’ বলে ডাক দেওয়া আর কিছু বুঝে ওঠার আগেই তিন যাত্রীসহ চালক মহাশয় এক সজোরে ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম আর ‘বাংলার টেসলা’র পেছনের চাকা আমার বাম পায়ের ওপর দিয়ে চলে গেল।’
দুর্ঘটনার সময় শাওনের সঙ্গে নিষাদ ছাড়াও সন্তানসম অর্পিতা নামে একটি মেয়ে ছিল। সর্বশেষ অভিনেত্রী দিয়েছেন শারীরিক অবস্থার আপডেট। জানান, বর্তমানে সুস্থ আছেন তিনি। পা ভাঙেনি, তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁজরে করা হয়েছে প্লাস্টার।
ঠিকানা/এনআই