ভারতে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার 

প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৫, ১৭:৩৮ , অনলাইন ভার্সন
ভারতজুড়ে অবৈধ বাংলাদেশিদের ধরতে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতি-শুক্রবার ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৩০দিনের বেশি সময় ধরে ভারতের দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে একাধিক বাংলাদেশিকে নাগরিক গ্রেপ্তার করা হয়েছে। আবার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে দেশেও ফেরত পাঠানো হয়েছে। ১৭ জানুয়ারিা (শুক্রবার) পশ্চিমবঙ্গ থেকেও গ্রেপ্তার করা হয়েছে মোট ৭ জন বাংলাদেশিকে। এদিন পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তের হলদিবাড়ি এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটক করে হলদিবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের নাম রিপন ইসলাম (২৮) ও তোফিরুল ইসলাম (৩২)। তারা দুজনই বাংলাদেশের নীলফামারীর কালীগঞ্জের বাসিন্দা। তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার বাংলাদেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান, উদ্দেশ্যহীনভাবে সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখলে তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিদেশি আইনের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের নবপল্লী থেকে শিখা দাস ও তার মেয়ে শর্মি দাসকে গ্রেপ্তার করেছে বারাসাত পুলিশ। ভুয়া নথি দিয়ে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দীর্ঘদিন ধরে নবপল্লী এলাকায় বসবাস করছিল বলে অভিযোগ। 

এছাড়াও রাজ্যটির নদীয়া জেলার হাঁসখালি থানা এলাকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে ৩ গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- অভি মিয়া, সুজন মিয়া ও তানিয়া আক্তার। শুক্রবার তিনজনকেই রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। ওই তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী কিভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের সাথে আরো কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশে আত্মগোপন করে আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। 

মহারাষ্ট্রের উল্লাসনগরে অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ দমন শাখা। দীর্ঘদিন ধরে অভিযুক্ত তিনজন উল্লাসনগর মানপাড়া পুলিশ থানার অন্তর্গত এলাকায় বসবাস করছিল। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, দালালকে ৫ থেকে ১০ হাজার রুপি দিলেই খুব সহজেই সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করা যায়। শুধু তাই নয় দালালদের হাত ধরেই খুব সহজেই মিলে যায় ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড ভোটার কার্ড, প্যান কার্ড সহ সমস্ত ভারতীয় পরিচয় পত্র। 

অন্যদিকে গুজরাটে ভুয়া ভারতীয় পরিচয় পত্র জোগাড় করে নিজেকে ভারতীয় বলে দাবি করে দীর্ঘদিন ধরে বসবাস করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি নাগরিক ইউসুফ সরদারকে। বাংলাদেশি দালালকে মাত্র ১ হাজার টাকা দিয়ে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বাংলাদেশের নড়াইলের বাসিন্দা ২৭ বছর বয়সী ইউসুফ গত কয়েক বছর ধরে গুজরাটের সুরাটে বসবাস করছিল। 

বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সুরাটের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভুয়া ভারতীয় আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এবং বাংলাদেশি পাসপোর্টের ফটোকপি। 
 
এছাড়া কেরালার পেরামভাবুর এলাকা থেকে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তসলিমা নামে মধ্যে বয়সী ওই নারী বিহারের এক ব্যক্তির সাথে বসবাস করছিলেন। যদিও গ্রেপ্তারের সময় ভারতে বসবাসের কোনো বৈধ নথি বা পরিচয় পত্র দেখাতে পারেননি। 

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041