কুলাউড়া অ্যাসোসিয়েশনের নির্বাচন  বর্জন জালাল-রেনু প্যানেলের

প্রকাশ : ১৬ জানুয়ারী ২০২৫, ২০:৩১ , অনলাইন ভার্সন
কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জালাল-রেনু প্যানেল। গত ১২ জানুয়ারি এস্টোরিয়ার জালালাবাদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটারের পিতার নাম তালিকায় না থাকা, কমিশন ও বর্তমান কার্যকরী পরিষদের কর্মকর্তাদের বিতর্কিত কার্যক্রম এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন উত্থাপন করে এর  প্রতিবাদে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্যানেলের কর্মকর্তারা জানান। 
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতিকুল হক শাহীন, সাবেক সভাপতি আশরাফ আহমেদ ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়ছর রশীদ, বর্তমান সহ-সভাপতি আব্দুল মালিক মুরাদ, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক কর্মকর্তা আনোয়ার চৌধুরী পারেক, সাবেক কর্মকর্তা মাজহারুল ইসলাম জনি, প্রভাষক আফাজুর রহমান চৌধুরী (ফাহাদ) প্রমুখ। 
কুলাউড়ার পরিচিত ব্যবসায়ী বদরুল ইসলাম বদই-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রেজাউল করিম রেনু। এ সময় উপস্থিত ছিলেন মো. মান্নান, জাবির মুক্তাদির, সাঈদ আলী, মুজিবুর রহমান মুজিব, মো. বদরুল ইসলাম, সামছু মিয়া, মো. সুরুজ মিয়া, মো. রুহুল আমিন, আশরাফ হোসেন শুভ, শেখ শাকিল আহমেদ, শেখ হোসাইন আহমেদ, আবুল কাশেম, জিয়াউর রহমান, শামসুল মুরাদ, শেখ আহমেদ, মো. জেবুল আহমেদ, জুনেদ আহমেদ, রুমন, মো. জায়েদ আহমেদ, নাজমুল ইসলাম, মো. করিম, আব্দুর জব্বার সিদ্দিকী, আব্দুল আজিজ চৌধুরী প্রমুখ। 
জালাল-রেনু প্যানেলের পক্ষে কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক উপদেষ্টা ও নির্বাচন কমিশনার জাবেদ খসরু লিখিত বক্তব্য পড়ে শোনান। 
লিখিত বক্তব্যে জাবেদ খসরু বলেন, আপনারা জানেন কুলাউড়া অ্যাসোসিয়েশনের নির্বাচন আসন্ন। ভোটার অন্তর্ভূক্তি নিয়ে দুটি প্যানেল ব্যস্ত। প্রথমে দু’একজন, এরপর ধীরে ধীরে কুলাউড়ার সচেতন ভোটারদেও সবার একটাই প্রশ্নÑ বইতে ভোটারের নাম আছে, কিন্তু ভোটারের পিতার নামের কলাম কই? পিতার নাম ছাড়া ভোটার কুলাউড়ার কি-না, বুঝবেন কিভাবে? 
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আমরা জালাল-রেনু প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দরখাস্ত দেই বিষয়টি খতিয়ে দেখার জন্য। নির্বাচন কমিশন বর্তমান কমিটিকে দায়িত্ব দেয়। কমিটি জরুরি বৈঠক করে সিদ্ধান্ত দেয়, সবই ঠিক আছে। যেভাবে অতীতে ভোট হয়েছে, সেভাবেই হবে। 
অথচ কমিটি এটা খতিয়ে দেখেনি, পিতার নাম ভোটার তালিকায় না থাকার কারণে ধীরে ধীরে অপরাধ প্রবণতা বাড়ছে। একই সাথে ভূয়া ভোট রেজিস্ট্রেশনের সংখ্যাও। কমিটি বোঝার চেষ্টা করেনি, এ প্রশ্ন কেনো উঠেছে। তারা বিচার-বিশ্লেষণ না করেই একতরফা রায় দিয়েছেÑ সবই ঠিক আছে, অতীতে হয়েছে- এবারও হবে। 
জাবেদ খসরু বলেন, আমরা চেয়েছিলাম, ভোটার তালিকায় ভূয়া ভোটার অন্তর্ভূক্তি আটকাতে, কিন্তু পারিনি। চেয়েছিলাম সুস্থ পরিবেশে ভোট আয়োজন করা হোক, কিন্তু বর্তমান ক্ষমতাসীনরা অসুস্থ পরিবেশকেই বেছে নিলেন। 
আমরা চাই না, অসুস্থ চর্চার এ ভোট আয়োজনে কুলাউড়াবাসী শরিক হোক। তাদের ভোটাধিকার রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। 
আমাদের ঘোষণা, কুলাউড়া অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচন বয়কটে বাধ্য হচ্ছি। সংবিধানে সুষ্ঠুভাবে ভোটার অন্তর্ভুক্তির সঠিক নীতিমালা না আনা পর্যন্ত আগামীতেও সংগঠনের যে কোন কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার ঘোষণা দিচ্ছি। 
এদিকে কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশনের ভোটার তালিকায় রেজিস্ট্রেশন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।  গত ১২ জানুয়ারি রোববার আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সিরাজ উদ্দিন আহমদ সোহাগ। জানা গেছে মোট ১ হাজার ৮ জন সাধারণ ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সাবেক ও বর্তমান মোট লাইফ মেম্বার ৬২ জন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তজম্মুল আলী এবং আব্দুল মুকিত চৌধুরী।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এস্টোরিয়ার বৈশাখী হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবেদ আহমদের সঞ্চালনায় নির্বাচন কমিশনারবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ লুৎফর রহমান চৌধুরী হেলাল, খসরু-সুয়েব পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাশেদুল মান্নান চৌধুরী হেশাম, সদস্য সচিব জামাল উদ্দিন লিটন, খসরু-সুয়েব পরিষদের সভাপতি প্রার্থী সৈয়দ ইলিয়াস খসরু, সাধারণ সম্পাদক প্রার্থী মঈনুর রহমান সুয়েব, বর্তমান কোষাধ্যক্ষ কামাল আহমেদ, ভাটেরা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সংগঠক শওকত হোসেন, মিসবাউর রহমান এনাম, ফরহাদুল ইসলাম লিটু, রাহাত বিন ওয়াহিদ প্রমুখ।
এদিকে রেজিস্ট্রেশনকৃত সকল ভোটারের প্রতি খসরু-সুয়েব পরিষদ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041