টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। কলম্বোয় এই জয়ে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করলেন লাল-সবুজের প্রতিনিধিরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে জান্নাতুল সর্বোচ্চ ২৪ রান করেন। এ ছাড়া আফিয়া আসিমা ২১, মোসাম্মত ইভা ২০, সাদিয়া আকতার ১৫, ফাহমিদা ১১ ও সাদিয়া ইসলাম ১০ রান করেন। রাশমিকা ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১০৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন হানসিকা। ২৯ বল খরচ করেন তিনি।
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চ ছিল। আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মালেশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। বিশ্বকাপ খেলতে কাল মালয়েশিয়ার উদ্দেশে শ্রীলঙ্কা ছাড়বে বাংলাদেশ।
ঠিকানা/এনআই
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে জান্নাতুল সর্বোচ্চ ২৪ রান করেন। এ ছাড়া আফিয়া আসিমা ২১, মোসাম্মত ইভা ২০, সাদিয়া আকতার ১৫, ফাহমিদা ১১ ও সাদিয়া ইসলাম ১০ রান করেন। রাশমিকা ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।
জবাবে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১০৫ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন হানসিকা। ২৯ বল খরচ করেন তিনি।
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চ ছিল। আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মালেশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। বিশ্বকাপ খেলতে কাল মালয়েশিয়ার উদ্দেশে শ্রীলঙ্কা ছাড়বে বাংলাদেশ।
ঠিকানা/এনআই