তাহসান-রোজা জুটিকে ভক্তদের অভিনন্দন

প্রকাশ : ০৯ জানুয়ারী ২০২৫, ১৩:৫৮ , অনলাইন ভার্সন
বিয়ে করলেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকার বাসিন্দা। পেশায় মেকওভার আর্টিস্ট। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৪ জানুয়ারি শনিবার তাদের বিয়ে হয়। যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারেন, ভক্তদের কাছে সেই দোয়া চেয়েছেন এই দম্পতি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারা। গত ৩ জানুয়ারি শুক্রবার ছিল তাহসান ও রোজার গায়েহলুদ। কনের সঙ্গে ফেসবুকে প্রথম ছবি পোস্ট করেন তাহসান খান। সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যেই তাদের পারিবারিক আয়োজনের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে হলুদ শাড়িতে রোজার সঙ্গে সোনালি পাঞ্জাবিতে দেখা মিলেছে তাহসানের। রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের জ্যামাইকায় রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।  প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রোজা আহমেদ বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদামাটা। তিনি ঘোরাঘুরি করতে ভালোবাসেন এবং দেশে থাকতে সাজেক, নাফাখুম, রাঙামাটি ঘুরে বেড়িয়েছেন। তিনি রান্নায়ও পারদর্শী। চুঁইঝাল থেকে শুরু করে কাঁকড়ার মতো নানা পদের খাবার তৈরি করেন। বরিশালের মেয়ে রোজা আহমেদ। এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। তার শৈশব কেটেছে বরিশালেই। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার‘। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান। 
উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে কন্যা সন্তান আইরা তাহরিম খান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা। 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078