দখলকৃত পশ্চিম তীরে একটি গাড়িতে গুলি চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছেন ইসরায়েলি বাহিনী। রবিবার ইসরায়েলি বাহিনীর এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নিহত ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাতে যাচ্ছিলো বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। সংবাদমাধ্যম কুদস নেটওয়ার্ক জানিয়েছে, ফিলিস্তিনি যুবকদের বহনকারী ওই গাড়িতে ১০০ এর বেশি গুলি চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।
এ ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজা মুখপত্র হাজেম কাসিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, যারা আমাদের তিন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে, তারা শাস্তি পাওয়া থেকে পালাতে পারবে না।
যদিও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় প্রশংসা করেছেন ইসরায়েলি বাহিনীর। তিনি বলেন, যারাই আমাদের জীবনের হুমকি হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে ইসরায়েল। হত্যাকাণ্ডের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ঠিকানা/এম
এ ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজা মুখপত্র হাজেম কাসিম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, যারা আমাদের তিন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করেছে, তারা শাস্তি পাওয়া থেকে পালাতে পারবে না।
যদিও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় প্রশংসা করেছেন ইসরায়েলি বাহিনীর। তিনি বলেন, যারাই আমাদের জীবনের হুমকি হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেবে ইসরায়েল। হত্যাকাণ্ডের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ঠিকানা/এম