
বাংলাদেশ মহিলা পুনর্বাসন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষাসৈনিক, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ মরিয়ম বেগম (১০১) রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাধারে একজন নারী উদ্যোক্তা, সমাজসেবিকা ও সংসদ সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার উত্তরার মসজিদ আল মাগফিরাহ-এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। আগামী রোববার (৫ জানুয়ারি) গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসরের পর দোয়া অনুষ্ঠিত হবে।
১৯২৩ সালে তিনি ফরিদপুরের বিশিষ্ট মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মা ছিলেন কাওকাবুন্নেছা বেগম।
দেশের প্রথম নারী উদ্যেক্তাদের একজন হিসেবে মরিয়ম বেগম ১৯৫৩ সালে রূপায়ণ প্রতিষ্ঠা করেন। একাত্তর-পরবর্তী বীরঙ্গনাদের অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় তার অগ্রগামী ভূমিকা ছিল। সামাজিক ন্যায়বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার কণ্ঠ সব সময় বলিষ্ঠ ছিল।
ঠিকানা/এনআই
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার উত্তরার মসজিদ আল মাগফিরাহ-এ মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। আগামী রোববার (৫ জানুয়ারি) গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসরের পর দোয়া অনুষ্ঠিত হবে।
১৯২৩ সালে তিনি ফরিদপুরের বিশিষ্ট মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মা ছিলেন কাওকাবুন্নেছা বেগম।
দেশের প্রথম নারী উদ্যেক্তাদের একজন হিসেবে মরিয়ম বেগম ১৯৫৩ সালে রূপায়ণ প্রতিষ্ঠা করেন। একাত্তর-পরবর্তী বীরঙ্গনাদের অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠায় তার অগ্রগামী ভূমিকা ছিল। সামাজিক ন্যায়বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার কণ্ঠ সব সময় বলিষ্ঠ ছিল।
ঠিকানা/এনআই