আসছে নতুন বর্ষ, নতুন বারতা নিয়ে
সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন এবং বছর হয়ে।
ক্যালেন্ডারের পাতা একে একে যায় ফুরিয়ে
ইচ্ছা-অনিচ্ছায় মানুষ যায় বুড়িয়ে।
বিগত বছর কারো হয় সফলতার
বিশ্বের ইতিহাসে লিখে খ্যাতির নাম তাঁর।
হৃদয়ে লিখে রাখে সবকিছু স্বর্ণাক্ষরে
অধ্যবসায়ীরা এগিয়ে যায় সঠিক পথ ধরে।
আবার কারো থাকে পরতে পরতে শোকগাথা
আমৃত্যু বয়ে বেড়ায় সেই ব্যথা।
অপেক্ষায় থাকে নতুন স্বপ্নের
নতুন বছরে দিতে হবে না মাশুল শোকের বা ভুলের।
সবাইকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা
ভালোবাসা ও স্নেহ-মমতায় পরিপূর্ণ হোক সবার ইচ্ছা।
বয়ে আসুক জীবনে অপার আনন্দ ও সফলতা
নতুন বর্ষে বিরাজ করুক সবার সজীবতা।
সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন এবং বছর হয়ে।
ক্যালেন্ডারের পাতা একে একে যায় ফুরিয়ে
ইচ্ছা-অনিচ্ছায় মানুষ যায় বুড়িয়ে।
বিগত বছর কারো হয় সফলতার
বিশ্বের ইতিহাসে লিখে খ্যাতির নাম তাঁর।
হৃদয়ে লিখে রাখে সবকিছু স্বর্ণাক্ষরে
অধ্যবসায়ীরা এগিয়ে যায় সঠিক পথ ধরে।
আবার কারো থাকে পরতে পরতে শোকগাথা
আমৃত্যু বয়ে বেড়ায় সেই ব্যথা।
অপেক্ষায় থাকে নতুন স্বপ্নের
নতুন বছরে দিতে হবে না মাশুল শোকের বা ভুলের।
সবাইকে ইংরেজি নতুন বর্ষের শুভেচ্ছা
ভালোবাসা ও স্নেহ-মমতায় পরিপূর্ণ হোক সবার ইচ্ছা।
বয়ে আসুক জীবনে অপার আনন্দ ও সফলতা
নতুন বর্ষে বিরাজ করুক সবার সজীবতা।