বিদায়ী সোনালি বিকাল নিয়ে পৃথিবী ছুটে চলেছে
আঁধারের সমুদ্রে, কোথায় যায় মুসাফির আপন খেয়ালে?
হলুদ নদীর তৃষ্ণার্ত শালিকের ডানায় অপূর্ব সূর্যের আলো,
পৃথিবী বিধৃত করেছে শেষের ইতিহাস, নতুন বছরের
নতুন রূপের সাজানো মুখের সৌকর্যÑশাড়ির আঁচলে,
নিয়ে যায় আমাদের সূর্যের চারিধার পালঙ্ক বিছায়ে।
এই বেলা গেরস্থের, গ্রামে নিজস্ব ঘ্রাণে গোয়ালে গরু,
দুধ দেয় পাটিসাপটার স্বাদে সময়ের সেলুলয়েড,
কিষাণ-কিষাণীর হাল জোয়ালে আলোর ঘণ্টায়,
অন্তরেখায় অগ্রযায়ী দিন মহাকাল ভেদ করে।
জীবনের অঘোরপন্থী সকল বর্জ্য ভাগাড়ে ফেলে
বকেরা উড়াল দেবে উষার দিকে, ভরা ভাদুরি
পূর্বের নদী, জলে মাছে স্রোতে নতুন,
রমণী আসে অন্নপূর্ণর দুধে ভাতে,
ষড়ঋতুর বর্ষা, শীত বসন্তে বাঙালির ষষ্ঠীতে-
পিঠাপুলির অচিন্ত্য আয়োজন,
অতিঘরন্তীর রিনিঝিনি নূপুর নিক্কণে নতুন রমণীর মুখ,
ধনদের ডালে ঘুঘুর নীড়ে থেমে যাক দয়ীতার বিরহ বিলাপ,
পানকৌড়ির পালক ছড়ানো রোদে দেখা দিক আয়েশি ওম,
নীলকণ্ঠের মহুয়া নেশা, বিষণ্ন শিসে ধূসর কুয়াশার দুপুর,
এই ধরা হোক উজ্জ্বল কান্তি লম্বা এলোকেশী রমণীর মুখ।
আঁধারের সমুদ্রে, কোথায় যায় মুসাফির আপন খেয়ালে?
হলুদ নদীর তৃষ্ণার্ত শালিকের ডানায় অপূর্ব সূর্যের আলো,
পৃথিবী বিধৃত করেছে শেষের ইতিহাস, নতুন বছরের
নতুন রূপের সাজানো মুখের সৌকর্যÑশাড়ির আঁচলে,
নিয়ে যায় আমাদের সূর্যের চারিধার পালঙ্ক বিছায়ে।
এই বেলা গেরস্থের, গ্রামে নিজস্ব ঘ্রাণে গোয়ালে গরু,
দুধ দেয় পাটিসাপটার স্বাদে সময়ের সেলুলয়েড,
কিষাণ-কিষাণীর হাল জোয়ালে আলোর ঘণ্টায়,
অন্তরেখায় অগ্রযায়ী দিন মহাকাল ভেদ করে।
জীবনের অঘোরপন্থী সকল বর্জ্য ভাগাড়ে ফেলে
বকেরা উড়াল দেবে উষার দিকে, ভরা ভাদুরি
পূর্বের নদী, জলে মাছে স্রোতে নতুন,
রমণী আসে অন্নপূর্ণর দুধে ভাতে,
ষড়ঋতুর বর্ষা, শীত বসন্তে বাঙালির ষষ্ঠীতে-
পিঠাপুলির অচিন্ত্য আয়োজন,
অতিঘরন্তীর রিনিঝিনি নূপুর নিক্কণে নতুন রমণীর মুখ,
ধনদের ডালে ঘুঘুর নীড়ে থেমে যাক দয়ীতার বিরহ বিলাপ,
পানকৌড়ির পালক ছড়ানো রোদে দেখা দিক আয়েশি ওম,
নীলকণ্ঠের মহুয়া নেশা, বিষণ্ন শিসে ধূসর কুয়াশার দুপুর,
এই ধরা হোক উজ্জ্বল কান্তি লম্বা এলোকেশী রমণীর মুখ।