কুমারী মাতার গর্ভে জন্ম
তুমি যে আলোর শিশু,
ইসলাম বলে ইশা ও মসিহ
খ্রিষ্টান বলে যিশু!
বহু অলৌকিক কার্য সাধন
করেছ জগৎ হিতে,
মৃতদের থেকে পুনরাগমন
করো মানবের প্রীতে!
বিশ্বাসে বুক বাঁধে খ্রিষ্টান
প্রেরিত পুত্র বলে,
মিলন ঘটাবে তাঁর সাথে তুমি
সঠিক সময় হলে!
অপপ্রচার আর চক্রান্তে রাজা
উঠেছিল নাকি ফোঁসে,
মানবের পাপমুক্ত করতে
বিদ্ধ হয়েছ ক্রুশে!
সত্য ন্যায়ের মহান বাণীতে
ভাসাও সবারে রোদে,
শেখাও সবারে ক্ষমার মন্ত্র
চেতনা জাগাও বোধে!
তুমি যে আলোর শিশু,
ইসলাম বলে ইশা ও মসিহ
খ্রিষ্টান বলে যিশু!
বহু অলৌকিক কার্য সাধন
করেছ জগৎ হিতে,
মৃতদের থেকে পুনরাগমন
করো মানবের প্রীতে!
বিশ্বাসে বুক বাঁধে খ্রিষ্টান
প্রেরিত পুত্র বলে,
মিলন ঘটাবে তাঁর সাথে তুমি
সঠিক সময় হলে!
অপপ্রচার আর চক্রান্তে রাজা
উঠেছিল নাকি ফোঁসে,
মানবের পাপমুক্ত করতে
বিদ্ধ হয়েছ ক্রুশে!
সত্য ন্যায়ের মহান বাণীতে
ভাসাও সবারে রোদে,
শেখাও সবারে ক্ষমার মন্ত্র
চেতনা জাগাও বোধে!