প্রেম মরে গেলে বেঁচে যাই বিদ্রোহে
অভাগা নদীর শীর্ণ চরের মতো চিতিয়ে দিই বুক
ধু-ধু বালুচরে স্বার্থান্ধÑসমাধিতে সাজাই স্বেচ্ছা-সন্ন্যাস
বেবাক নগরজুড়ে নরকের জৌলুশ
দেখেছি চাঁদ-যাপনের নামে
পদ্মাপাড়ে ইলিশ নিধনের উৎসব
সুরমার চোখ বেয়ে গড়িয়ে পড়া কাজল-মেঘের কান্না
যদি হাত ফসকে মেঘনাজলে ডুবে যায়
লা-ওয়ারিশ প্রেমের নামতা
ডানা-ঝাপটানো গাঙচিল ন্যুব্জ পড়ে থাকে
বৃদ্ধাশ্রমে
পাপড়ির রং থেকে উসকে দেব বিপ্লব
দু’হাতে সুনামির মতো উঠিয়ে নেব রাশ-রাশ দুরাচার
বুভুক্ষু বিহর্ষ নেচে ওঠে প্রাণ
প্রেম মরে গেলে বেঁচে যাই বিদ্রোহে
স্থির জলের মতো দু’চোখে বারুদ ওড়াই
বোশেখের দামাল রোদে ক্ষতবুক পাঁজর পোড়াই
প্রেম মরে গেলে বেঁচে যাই বিদ্রোহে
যুগ্ধে যাবার লোভে হানজালার বাসর ত্যাগের মতো
বিবাগী-বেদনাকে
নিঃসঙ্গতার সঙ্গী বানাই।
জোড়া চাবুকের মতো এই বুকে যত ক্ষত
উদ্ভট শোষণের বর্ণবাদ
আমি তারে দু’পায়ে দলিত মথিত করি।
সমস্ত বুকের উঠোনজুড়ে শ্যামের শহর
শৈশবে ঝাঁজালো বয়ানের ঘিনঘিন বস্তি
ইসাবেলার পুড়িয়ে দেওয়া আত্মাদের হাহাকার
কোন সুদূরে হারিয়ে যাওয়া নায়াগ্রা-হেলেন
প্রেম মরে গেলে বেঁচে যাই বিদ্রোহে।
অভাগা নদীর শীর্ণ চরের মতো চিতিয়ে দিই বুক
ধু-ধু বালুচরে স্বার্থান্ধÑসমাধিতে সাজাই স্বেচ্ছা-সন্ন্যাস
বেবাক নগরজুড়ে নরকের জৌলুশ
দেখেছি চাঁদ-যাপনের নামে
পদ্মাপাড়ে ইলিশ নিধনের উৎসব
সুরমার চোখ বেয়ে গড়িয়ে পড়া কাজল-মেঘের কান্না
যদি হাত ফসকে মেঘনাজলে ডুবে যায়
লা-ওয়ারিশ প্রেমের নামতা
ডানা-ঝাপটানো গাঙচিল ন্যুব্জ পড়ে থাকে
বৃদ্ধাশ্রমে
পাপড়ির রং থেকে উসকে দেব বিপ্লব
দু’হাতে সুনামির মতো উঠিয়ে নেব রাশ-রাশ দুরাচার
বুভুক্ষু বিহর্ষ নেচে ওঠে প্রাণ
প্রেম মরে গেলে বেঁচে যাই বিদ্রোহে
স্থির জলের মতো দু’চোখে বারুদ ওড়াই
বোশেখের দামাল রোদে ক্ষতবুক পাঁজর পোড়াই
প্রেম মরে গেলে বেঁচে যাই বিদ্রোহে
যুগ্ধে যাবার লোভে হানজালার বাসর ত্যাগের মতো
বিবাগী-বেদনাকে
নিঃসঙ্গতার সঙ্গী বানাই।
জোড়া চাবুকের মতো এই বুকে যত ক্ষত
উদ্ভট শোষণের বর্ণবাদ
আমি তারে দু’পায়ে দলিত মথিত করি।
সমস্ত বুকের উঠোনজুড়ে শ্যামের শহর
শৈশবে ঝাঁজালো বয়ানের ঘিনঘিন বস্তি
ইসাবেলার পুড়িয়ে দেওয়া আত্মাদের হাহাকার
কোন সুদূরে হারিয়ে যাওয়া নায়াগ্রা-হেলেন
প্রেম মরে গেলে বেঁচে যাই বিদ্রোহে।