‘ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাস্তায় নামতে হবে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।
তিনি বলেছেন, ‘জনগণ ৫ আগস্ট কেবল ভোটাধিকারের জন্য রাস্তায় নামেনি। যদি তেমন হতো, তাহলে ৭ জানুয়ারিতেই নামতো’। ২৩ ডিসেম্বর (সোমবার) দিবাগত রাত ১১টা ০১ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
আবদুল কাদের বলেন, ‘বিগত একযুগের বেশি সময় ধরে জনতা আস্থাহীনতায় ভুগেছিল, নেতৃত্ব খুঁজেছিল। স্বৈরাচারের কবল থেকে বাঁচাতে পারবে, জনতার দাবি-দাওয়া নিয়ে রাজপথে সরব থাকবে- এমন কোনো আস্থাভাজন নেতৃত্বই খুঁজছিল। যা তাদের সামনে হাজির হয়নি’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ‘২৪-এর জুলাইয়ে ছাত্ররা গুলির মুখে দাঁড়িয়ে থেকে জনমনে সেই আস্থা তৈরি করতে পেরেছে। সেজন্য এই তারুণ্যের ওপরে জনতার প্রত্যাশা এক্ষেত্রে অনেক বেশি। বিগত ৫০ বছরে জনগণ যেটা পায় নাই, তারুণ্যের নেতৃত্বে তারা এখন সেগুলা পূরণ করতে চায়’।
এর আগে, সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে ৫ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ১৫ বছর ধরে বিএনপির ওপর মামলা-হামলা ও নির্যাতন চালানো হয়েছে। বিএনপির ত্যাগ-নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিএনপি লড়াই করছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে।
ঠিকানা/এএস
তিনি বলেছেন, ‘জনগণ ৫ আগস্ট কেবল ভোটাধিকারের জন্য রাস্তায় নামেনি। যদি তেমন হতো, তাহলে ৭ জানুয়ারিতেই নামতো’। ২৩ ডিসেম্বর (সোমবার) দিবাগত রাত ১১টা ০১ মিনিটে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
আবদুল কাদের বলেন, ‘বিগত একযুগের বেশি সময় ধরে জনতা আস্থাহীনতায় ভুগেছিল, নেতৃত্ব খুঁজেছিল। স্বৈরাচারের কবল থেকে বাঁচাতে পারবে, জনতার দাবি-দাওয়া নিয়ে রাজপথে সরব থাকবে- এমন কোনো আস্থাভাজন নেতৃত্বই খুঁজছিল। যা তাদের সামনে হাজির হয়নি’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ‘২৪-এর জুলাইয়ে ছাত্ররা গুলির মুখে দাঁড়িয়ে থেকে জনমনে সেই আস্থা তৈরি করতে পেরেছে। সেজন্য এই তারুণ্যের ওপরে জনতার প্রত্যাশা এক্ষেত্রে অনেক বেশি। বিগত ৫০ বছরে জনগণ যেটা পায় নাই, তারুণ্যের নেতৃত্বে তারা এখন সেগুলা পূরণ করতে চায়’।
এর আগে, সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে ৫ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ১৫ বছর ধরে বিএনপির ওপর মামলা-হামলা ও নির্যাতন চালানো হয়েছে। বিএনপির ত্যাগ-নির্যাতন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিএনপি লড়াই করছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে।
ঠিকানা/এএস