বাংলাদেশে ২০২৩ সালে আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদের কোনো ঘটনা ঘটেনি। তবে ওই সময় আওয়ামী লীগ সরকার প্রায়ই রাজনৈতিক বিরোধিতাকে সন্ত্রাসবাদ বলে চালিয়েছে। গেলো বছর সন্ত্রাসবাদ ও এর প্রতিরোধে আওয়ামী লীগ সরকারের তৎপরতা নিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র।
কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২৩, বাংলাদেশ-শীর্ষক প্রতিবেদনে বিগত সরকারের আমলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও উঠে এসেছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও উল্লেখ আছে।
প্রতিবেদনে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টি উঠে আসে। এই আইনের ফলে পুলিশ সহজেই সরকারের সমালোচকদের গ্রেফতারের ক্ষমতা পেয়েছিল।
এদিকে, বাংলাদেশে নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এমনটি জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি।
বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে কিরবি বলেন, বাংলাদেশকে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।
ঠিকানা/এএস
কান্ট্রি রিপোর্টস অন টেররিজম ২০২৩, বাংলাদেশ-শীর্ষক প্রতিবেদনে বিগত সরকারের আমলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কিছু অংশের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও উঠে এসেছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও উল্লেখ আছে।
প্রতিবেদনে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়টি উঠে আসে। এই আইনের ফলে পুলিশ সহজেই সরকারের সমালোচকদের গ্রেফতারের ক্ষমতা পেয়েছিল।
এদিকে, বাংলাদেশে নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এমনটি জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি।
বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে কিরবি বলেন, বাংলাদেশকে খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।
ঠিকানা/এএস