অসীম ক্ষমতা ত্যাগ ও মমতা ধৈর্য সাহস বুকে,
ভালোবাসা প্রাণে প্রেরণার গানে ফুটিয়ে তুলতে মুখে।
নেই গ্লানি লেশ হৃদয়ে স্বদেশ মানুষেরে ভালোবাসো,
তাদের কষ্ট পোড়ায় পষ্ট তাদের সুখেতে ভাসো!
দেশ জাতি ভাষা পায় খুঁজে আশা এনে দাও মনে বল,
দাও বোধে নাড়া জেগে ওঠে তারা উদ্দাম অবিচল।
অন্তর খুলে আনো তুমি তুলে না-বলা কথার ভাপ,
ওঠে তরী দুলে হৃদয়ের কূলে এনে দাও উত্তাপ।
তুমি বড় বীর উঁচু রাখো শির যুক্তিতে দাও শাণ,
নাহি হও নত তুমি সংযত মানুষের গাও গান।
আনো অধিকার চাও স্বাধিকার নীতির পক্ষে থাকো,
নও নত ভয়ে লেগে থাকো জয়ে কথা দিয়ে কথা রাখো।
বিশ্বাসী ভিত ভেঙে দেয় নিদ গরজে সবাই জাগে,
প্রাণ পায় বোধে চেতনার রোদে প্রেম প্রীতি অনুরাগে!
কী যে উচ্ছ্বাস সে সাতই মার্চ বাংলা নদীর কূলে,
যেই দিলে ডাক মুক্তির হাঁক সকলে উঠল দুলে!
হয়েছ ইন্দু সেচেছ সিন্ধু বঙ্গবন্ধু তুমি,
তুমি বড় মিতা এ জাতির পিতা মুক্ত করেছ ভূমি।
কাল থেকে কালে চেতনার ডালে তুমিই ফোটাবে ফুল,
এলে কোন ঝড় তুমি বাতিঘর দেখিয়ো দিশা ও মূল!
ভালোবাসা প্রাণে প্রেরণার গানে ফুটিয়ে তুলতে মুখে।
নেই গ্লানি লেশ হৃদয়ে স্বদেশ মানুষেরে ভালোবাসো,
তাদের কষ্ট পোড়ায় পষ্ট তাদের সুখেতে ভাসো!
দেশ জাতি ভাষা পায় খুঁজে আশা এনে দাও মনে বল,
দাও বোধে নাড়া জেগে ওঠে তারা উদ্দাম অবিচল।
অন্তর খুলে আনো তুমি তুলে না-বলা কথার ভাপ,
ওঠে তরী দুলে হৃদয়ের কূলে এনে দাও উত্তাপ।
তুমি বড় বীর উঁচু রাখো শির যুক্তিতে দাও শাণ,
নাহি হও নত তুমি সংযত মানুষের গাও গান।
আনো অধিকার চাও স্বাধিকার নীতির পক্ষে থাকো,
নও নত ভয়ে লেগে থাকো জয়ে কথা দিয়ে কথা রাখো।
বিশ্বাসী ভিত ভেঙে দেয় নিদ গরজে সবাই জাগে,
প্রাণ পায় বোধে চেতনার রোদে প্রেম প্রীতি অনুরাগে!
কী যে উচ্ছ্বাস সে সাতই মার্চ বাংলা নদীর কূলে,
যেই দিলে ডাক মুক্তির হাঁক সকলে উঠল দুলে!
হয়েছ ইন্দু সেচেছ সিন্ধু বঙ্গবন্ধু তুমি,
তুমি বড় মিতা এ জাতির পিতা মুক্ত করেছ ভূমি।
কাল থেকে কালে চেতনার ডালে তুমিই ফোটাবে ফুল,
এলে কোন ঝড় তুমি বাতিঘর দেখিয়ো দিশা ও মূল!