সবাইকে চমকে দিয়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। খাদের কিনারায় থাকা যুক্তরাষ্ট্রের ক্লাবটিকে শিরোপা জিতিয়েছেন মেসি। ক্ষুদে জাদুকরের ছোঁয়ায় শুধু মায়ামি নয়, বদলেছে গোটা মার্কিন ফুটবলের চিত্র। ৩৭ বছর বয়সী মেসিকে তাই আরও সময় নিজেদের দলে চায় মায়ামি কর্তৃপক্ষ।
বর্তমানে মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি মেসির। যা শেষ হবে ২০২৫ সালে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এএসের মতে, ক্লাব অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় মায়ামি। প্রাথমিকভাবে সেটি বাড়িয়ে ২০২৬ পর্যন্ত করতে চায় তারা। অর্থাৎ, চুক্তির মেয়াদ বাড়বে এক বছর।
সম্প্রতি ইন্টার মায়ামির কোচ হিসেবে যোগ দিয়েছেন হাভিয়ের মাশ্চেরানো। সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মাশ্চেরানো লম্বা সময় ছিলেন মেসির সতীর্থ। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউটে থাকবেন মাশ্চেরানো। ধারণা করা হচ্ছে, মেসিকে রেখে দেওয়ার বিষয়টিতে মাশ্চেরানোর ইচ্ছে আছে।
২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডা সহ-আয়োজক হলেও অধিকাংশ ম্যাচ হবে মার্কিন মুলুকে। ফলে, দেশটির ফুটবলের প্রসারে মেসি রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এর বাইরে আর্জেন্টিনাও চায় মেসি আগামী বিশ্বকাপে খেলুক। সে সময় তার বয়স হবে ৩৯। বুড়িয়ে গেলেও যুক্তরাষ্ট্রের চেনা কন্ডিশনে মেসির চেয়ে বড় ট্রাম্পকার্ড কেউ হতে পারে না। সবমিলিয়ে এই চুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে আছে নানা সমীকরণ। যদিও, সবটাই আপেক্ষিক। আপাতত সবার নজর, মায়ামি ও মেসি কবে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করে তার ওপর।
ঠিকানা/এসআর
বর্তমানে মায়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি মেসির। যা শেষ হবে ২০২৫ সালে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এএসের মতে, ক্লাব অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় মায়ামি। প্রাথমিকভাবে সেটি বাড়িয়ে ২০২৬ পর্যন্ত করতে চায় তারা। অর্থাৎ, চুক্তির মেয়াদ বাড়বে এক বছর।
সম্প্রতি ইন্টার মায়ামির কোচ হিসেবে যোগ দিয়েছেন হাভিয়ের মাশ্চেরানো। সাবেক আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মাশ্চেরানো লম্বা সময় ছিলেন মেসির সতীর্থ। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউটে থাকবেন মাশ্চেরানো। ধারণা করা হচ্ছে, মেসিকে রেখে দেওয়ার বিষয়টিতে মাশ্চেরানোর ইচ্ছে আছে।
২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডা সহ-আয়োজক হলেও অধিকাংশ ম্যাচ হবে মার্কিন মুলুকে। ফলে, দেশটির ফুটবলের প্রসারে মেসি রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এর বাইরে আর্জেন্টিনাও চায় মেসি আগামী বিশ্বকাপে খেলুক। সে সময় তার বয়স হবে ৩৯। বুড়িয়ে গেলেও যুক্তরাষ্ট্রের চেনা কন্ডিশনে মেসির চেয়ে বড় ট্রাম্পকার্ড কেউ হতে পারে না। সবমিলিয়ে এই চুক্তির মেয়াদ বাড়ানো বিষয়ে আছে নানা সমীকরণ। যদিও, সবটাই আপেক্ষিক। আপাতত সবার নজর, মায়ামি ও মেসি কবে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করে তার ওপর।
ঠিকানা/এসআর