আইপিএল মেগা নিলামে ১২ বাংলাদেশির কেউই নেই প্রথম দিনে

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৭ , অনলাইন ভার্সন
আজ শুরু হচ্ছে আইপিএল মেগা নিলাম। দুপুর সাড়ে তিনটায় জেদ্দায় শুরু হবে ক্রিকেটার কেনা-বেচার আসর। তালিকায় নাম আছে ৫৭৭ জনের। প্রথম দিন ১২ বাংলাদেশি ক্রিকেটারের কারো নাম নেই নিলামে। ৬৪৭ কোটি রুপি খরচ করতে পারবে দশ দল। এরমধ্যে সবচেয়ে বেশি পাঞ্জাব কিংস। 

তিন বছর পর ফিরছে আইপিএলের মেগা নিলাম। আর এমন আয়োজন মানেই যেন অর্থের ঝনঝনানি। এর আগে আরব আমিরাতে নিলাম হলেও প্রথমবার সৌদি আরবের জেদ্দায় ফ্রাঞ্চাইজিগুলো এক হবে পছন্দের ক্রিকেটারদের তিন বছরের জন্য দলে টানতে।

১৫৭৪ ক্রিকেটার নিলামে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তালিকায় জায়গা পেয়েছে ৫৭৭ জন। এরমধ্যে ভারতীয় ৩৬৭ আর বিদেশি ২১০ জন।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ ক্রিকেটার ইংল্যান্ডের, যেখানে শেষ মুহূর্তে যোগ হয়েছেন জোফরা আর্চার। এরপরের অবস্থানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড। ১২ দেশের তালিকায় আছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেটাররাও।

দু’দিনব্যাপী নিলামে প্রথম দিন বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে না। তালিকায় থাকা ১২ ক্রিকেটারের কারও নাম উঠবে না এদিন। দ্বিতীয়দিনও মুস্তাফিজ, তাসকিন, সাকিবরা নিলামে উঠবেন কিনা, তা নির্ভর করবে ফ্রাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর।

গেল আসরে চেন্নাইয়ে খেলা ফিজকে ধরে রাখেনি সুপার কিংস। তবে হোম কন্ডিশন বিবেচনায় এবারও তাদের চোখ থাকতে পারে কাটার মাস্টারের দিকে।

নিলামে ৮ ক্যাটাগরির মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি, ভিত্তিমূল্যে আছেন ৮২ ক্রিকেটার। যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। সাকিব, তাসকিন, মিরাজের দাম ১ কোটি। বাকিদের কিনতে গুনতে হবে অন্তত ৭৫ লাখ রুপি। সবচেয়ে বেশি ৩২২ জনের ৩০ লাখ রুপি ভিত্তিমূল্য।

দল গোছাতে ১২০ কোটি রুপি বরাদ্দ প্রত্যেকটা ফ্রাঞ্চাইজির জন্য। ক্রিকেটার রিটেইন করায় সর্বাধিক খরচ করেছে রাজস্থান রয়্যালস। তাই নিলামে তাদের হাতে আছে, মাত্র ৪১ কোটি রুপি। আর সবচেয়ে বেশি ১১০ কোটি ৫০ লাখ রূপি নিলামে খরচ করতে পারবে প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। তারা রিটেইন করেছে মাত্র ২ জন।

একেকটা দল হবে সর্বোচ্চ ২৫, আর সর্বনিম্ন ১৮ জনের। ইতোমধ্যেই ৪৬ জন ১০ দলে খেলার টিকিট পেয়েছেন। নিলামে ভাগ্য খুলবে সর্বাধিক ২০৪ জনের। অকশনে নজর থাকবে ঋষভ পন্ত, লোকেশ রাহুল, জশ বাটলারদের উপর।

১০ দলের ১৮তম আসর শুরু ১৪ মার্চ, ফাইনাল ২৫ মে।

ঠিকানা/এএস 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041