২০২৫ থেকে রিটায়ারমেন্ট ফান্ডে জমা বাড়ানো যাবে

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৭:৫৭ , অনলাইন ভার্সন
২০২৫ সালে যারা রিটায়ারমেন্ট বেনিফিট হিসাব ৪০১(কে)-তে ট্যাক্স ফ্রি অর্থ জমা করতে চান, তারা আগের চেয়ে এর সীমা বাড়াতে পারবেন। চলতি বছর এর পরিমাণ ছিল ২৩ হাজার ডলার। আগামী বছর এটি হবে ২৩ হাজার ৫০০ ডলার। আইআরএস থেকে এ ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে। উল্লিখিত অর্থের পরিমাণ একজনের বেলায় প্রযোজ্য। ম্যারিড হলে স্বামী ও স্ত্রী আলাদাভাবে ২৩ হাজার ৫০০ ডলার করে মোট আয়ের ৪৭ হাজার ডলার পর্যন্ত জমা করতে পারবেন। ২০২৫ সালের জন্য ৪০১(কে), ৪০৩(বি), সরকারি ৪৫৭ পরিকল্পনা এবং ফেডারেল সরকারের থ্রিফ্ট সেভিংস প্ল্যানে অংশগ্রহণকারী চাকরিজীবীদের বার্ষিক অবদানের সীমা ২৩ হাজার থেকে বাড়িয়ে ২৩ হাজার ৫০০ ডলার করা হয়েছে। আইআরএ-তে বার্ষিক অবদানের সীমা ৭,০০০ রয়ে গেছে। ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য আইআরএ ক্যাচ-আপ অবদানের সীমাটি ২০২২ সালের SECURE 2.0 অ্যাক্টের অধীনে বার্ষিক জীবনযাত্রার ব্যয় সমন্বয় অন্তর্ভুক্ত করার জন্য সংশোধন করা হয়েছিল। কিন্তু ২০২৫ সালের জন্য ১,০০০ রয়ে গেছে। ক্যাচ-আপ অবদানের সীমা সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সী কর্মচারীদের জন্য প্রযোজ্য, যারা বেশির ভাগ ৪০১(কে), ৪০৩(বি), সরকারি ৪৫৭ প্ল্যানে অংশগ্রহণ করেন এবং ফেডারেল সরকারের থ্রিফ্ট সেভিংস প্ল্যান ২০২৫-এর জন্য ৭,৫০০ রয়ে যায়। তাই বেশির ভাগ ক্ষেত্রে অংশগ্রহণকারীরা ৪০১(কে), ৪০৩(বি), সরকারি ৪৫৭ প্ল্যান এবং ফেডারেল সরকারের থ্রিফ্ট সেভিংস প্ল্যানে প্রতিবছর ৩১ হাজার ডলার পর্যন্ত অবদান রাখতে পারে। SECURE 2.0-তে করা পরিবর্তনের অধীনে উচ্চতর ক্যাচ পরিকল্পনায় অংশগ্রহণকারী ৬০, ৬১, ৬২ ও ৬৩ বছর বয়সী কর্মচারীদের জন্য অবদানের সীমা প্রযোজ্য। ২০২৫-এর জন্য এই উচ্চতর ক্যাচ-আপ অবদানের সীমা হলো ৭ হাজার ৫০০ ডলারের পরিবর্তে ১১ হাজার ২৫০ ডলার।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041