সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। তার জাতীয় দলে ফেরার বিষয়ে সাম্প্রতিক মন্তব্যগুলো বেশ আশা জাগানিয়া। আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগারসের হয়ে মাঠে নামার আগে তার কাছে জানতে চাওয়া হয় জাতীয় দলে ফেরা নিয়ে। সাকিবের দেয়া উত্তর থেকে বোঝা যায়, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছু সময় লাল-সবুজের জার্সি গায়ে খেলতে ইচ্ছুক। ২০ নভেম্বর (বুধবার) দুবাইয়ে আবুধাবি টি-টেন লিগ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ১০ দলের অধিনায়ক। সেখানেই সাকিবকে জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন করা হয়।
সেই প্রশ্নের জবাব এক লাইনে দিয়েছেন সাকিব আল হাসান। তিনি অনেকটা হেসেই বলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।
আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সাকিবের কথা যদি সত্য হয়েই থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে। নির্বাচকরা এখনও সাকিব সম্পর্কে কোনো নিশ্চয়তা পাননি। বোর্ড সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আগামী সপ্তাহে ওয়ানডে দল ঘোষণা করা হতে পারে।
আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়।
ঠিকানা/এএস
সেই প্রশ্নের জবাব এক লাইনে দিয়েছেন সাকিব আল হাসান। তিনি অনেকটা হেসেই বলেন, এই টুর্নামেন্টের পরে দেখা যাবে। এরপরেই জানতে চাওয়া হয়, আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে আপনাকে দলে দেখা যাবে কি না? সেখানেও সাকিবের ছোট উত্তর, এখন এই টুর্নামেন্ট নিয়ে পুরো ফোকাসড করছি।
আবুধাবি টি-টেন লিগ শেষ হবে আগামী ২ ডিসেম্বর। ৮ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশের ওয়ানডে সিরিজ। সাকিবের কথা যদি সত্য হয়েই থাকে, তবে সম্ভবত তাকে দেখা যাবে সেই সিরিজে। নির্বাচকরা এখনও সাকিব সম্পর্কে কোনো নিশ্চয়তা পাননি। বোর্ড সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় তারা। আগামী সপ্তাহে ওয়ানডে দল ঘোষণা করা হতে পারে।
আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে হবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সবকিছু ঠিক থাকলে সেই টুর্নামেন্ট থেকেই অবসরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টারবয়।
ঠিকানা/এএস