প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে চারজন নির্বাচন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনার পদে এ এম এম নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল বিএনপি।
অন্য চার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।
নতুন নির্বাচন কমিশনের এই সদস্যরা দেশের নির্বাচন-প্রক্রিয়ার উন্নয়ন ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ঠিকানা/এসআর
নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান নির্বাচন কমিশনার পদে এ এম এম নাসির উদ্দিনের নাম প্রস্তাব করেছিল বিএনপি।
অন্য চার নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত)।
নতুন নির্বাচন কমিশনের এই সদস্যরা দেশের নির্বাচন-প্রক্রিয়ার উন্নয়ন ও নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ঠিকানা/এসআর