আমি এক অনন্ত স্বাপ্নিক
আমার বুননের যত স্বপ্ন নিয়ে
সেই প্রাগৈতিহাসিক মত্ততায়
ব্যাপ্ত হই নিয়তই।
কী আছে আর আমার?
আছে কি নিজের অর্জিত
স্থাবর-অস্থাবর বলতে
কিছু বাস্তবতা?
নেই। আমার বলতে জানি
এই আমিই কেবল একজন।
তো, আমাকেই নিয়ে
আমার যত কথকতা।
আমার কর্ম বলতে যা কিছু,
শুধুই স্বপ্ন দেখে দেখে
নিজেকে সমৃদ্ধ করা।
এ পর্যন্তই। তাই স্বাপ্নিক আমি।
বাস্তবিক আর কিছুই না।
তাই। জগতের কাছে ভিন্নতর
বিশেষ চরিত্রের একজন হিসেবেই
আমাকে আমি তুলে ধরি।
এখানে কেবল আমি!
ওই আদিমতাকে তো আমি
অতিক্রম করতে পারিনি! কিছুতেই না।
আমার মানসপটে একজন ক্রিয়াশীল ফ্রয়েড
নিয়তই আমাকে প্রণোদিত করেন।
‘এগিয়ে যাও! যত দিন বেঁচে থাকো,
চলতে থাকো’ বলে অবিরাম
আমার স্বপ্নকে উসকে দেন।
তাই আমিও সার্বভৌম উন্মাতাল,
এই আমার পথে আছি অবিচল।
আমার আদিমতাকে স্বপ্নীল মাদকতায়
নিরবচ্ছিন্ন প্রয়াসে বুনন করে চলি
সংশ্লেষণের নতুন মাত্রায়।
তার কিছুটা যদি, অন্যের মাঝে
ছড়িয়ে দিতে পারি; সেখানেই আমি
একজন সৃজনশীল মানুষ।
একজন খাঁটি আদম হয়েই,
হাওয়ারূপী এ জগৎকে
অন্তঃসত্ত্বা করে তুলি
সীমাহীন স্পৃহা নিয়ে।
তাতে দেখি, ভালোই তো
প্রাণদায়ী এবং ফলবতী হয়ে ওঠে
এ জগতের বৃষ্টিস্নাত সোঁদা উর্বরা জমি!
অতি উত্তম! এবং সুন্দর!
বাহ্যত, এখানেই আমার যত সার্থকতা!
হ্যাঁ! আমি তো সৃষ্টিশীল পিতা আদমেরই
ঔরসে জাত, অদম্য আদিম এক!
আমার বুননের যত স্বপ্ন নিয়ে
সেই প্রাগৈতিহাসিক মত্ততায়
ব্যাপ্ত হই নিয়তই।
কী আছে আর আমার?
আছে কি নিজের অর্জিত
স্থাবর-অস্থাবর বলতে
কিছু বাস্তবতা?
নেই। আমার বলতে জানি
এই আমিই কেবল একজন।
তো, আমাকেই নিয়ে
আমার যত কথকতা।
আমার কর্ম বলতে যা কিছু,
শুধুই স্বপ্ন দেখে দেখে
নিজেকে সমৃদ্ধ করা।
এ পর্যন্তই। তাই স্বাপ্নিক আমি।
বাস্তবিক আর কিছুই না।
তাই। জগতের কাছে ভিন্নতর
বিশেষ চরিত্রের একজন হিসেবেই
আমাকে আমি তুলে ধরি।
এখানে কেবল আমি!
ওই আদিমতাকে তো আমি
অতিক্রম করতে পারিনি! কিছুতেই না।
আমার মানসপটে একজন ক্রিয়াশীল ফ্রয়েড
নিয়তই আমাকে প্রণোদিত করেন।
‘এগিয়ে যাও! যত দিন বেঁচে থাকো,
চলতে থাকো’ বলে অবিরাম
আমার স্বপ্নকে উসকে দেন।
তাই আমিও সার্বভৌম উন্মাতাল,
এই আমার পথে আছি অবিচল।
আমার আদিমতাকে স্বপ্নীল মাদকতায়
নিরবচ্ছিন্ন প্রয়াসে বুনন করে চলি
সংশ্লেষণের নতুন মাত্রায়।
তার কিছুটা যদি, অন্যের মাঝে
ছড়িয়ে দিতে পারি; সেখানেই আমি
একজন সৃজনশীল মানুষ।
একজন খাঁটি আদম হয়েই,
হাওয়ারূপী এ জগৎকে
অন্তঃসত্ত্বা করে তুলি
সীমাহীন স্পৃহা নিয়ে।
তাতে দেখি, ভালোই তো
প্রাণদায়ী এবং ফলবতী হয়ে ওঠে
এ জগতের বৃষ্টিস্নাত সোঁদা উর্বরা জমি!
অতি উত্তম! এবং সুন্দর!
বাহ্যত, এখানেই আমার যত সার্থকতা!
হ্যাঁ! আমি তো সৃষ্টিশীল পিতা আদমেরই
ঔরসে জাত, অদম্য আদিম এক!