হেমন্তের মিষ্টি রোদে ধুয়ে যায় পথ
মিষ্টি বাতাসে ঝরা রঙিন পাতার রথ
জীবনের স্মৃতিগুলো জাগে বারেবারে
বন্য ফুলের মিষ্টি গন্ধে মন পড়ে তারে
তুমি আজ হারিয়ে গেছ অনেক দূরে
স্মৃতিরা রয়ে গেছে ঝরা পাতার ঘরে
রঙিন পাতার মিছিলে হেঁটে যায় মন
খুঁজে পাই তোমার ছায়া জড়ানো ক্ষণ
এই রাস্তায় আমরা হাত ধরে চলতাম
একসাথে রঙিন ঝরা পাতা দেখতাম
সেই প্রথম প্রেম প্রথম স্পর্শের অনুভূতি
স্মিত হাসির আড়ালে তোমার মৌন সম্মতি
তোমার চোখের চাহনিতে ছিল কামনা
ছিল অবাধ প্রেমের সুন্দরতম রচনা
অধরার চুম্বনে ছিল একপলক নেশা
ছিল স্নিগ্ধ মায়ায় মৃগের আপন মেশা
ঝরা পাতার আদরে ছিল সুখের দুপুর
উষ্ণতায় বাসা বাঁধা মৃদু স্পন্দনের সুর
ঝরা পাতার শব্দে আজো তুমি জীবন্ত
হাওয়ায় ভাসা আমাদের খুশির বনান্ত
নিস্তব্ধতার বুকে লুকিয়ে থাকে গোপন
গড়িয়ে পড়ে ক্লান্ত পাতার তীব্র আলিঙ্গন
বছর ঘুরে হেমন্ত আসে ঝরা পাতা নিয়ে
স্মৃতিরা বেঁচে থাকে শুকনো পাতা হয়ে
জানি নতুন পাতায় হবে বসন্তের বন্য
আমি অপেক্ষায় থাকি শুধু তোমার জন্য
রঙিন পাতায় বাঁধা ভালোবাসার ছবি
হেমন্তের পথ চেয়ে থাকা অজানা কবি
মিষ্টি বাতাসে ঝরা রঙিন পাতার রথ
জীবনের স্মৃতিগুলো জাগে বারেবারে
বন্য ফুলের মিষ্টি গন্ধে মন পড়ে তারে
তুমি আজ হারিয়ে গেছ অনেক দূরে
স্মৃতিরা রয়ে গেছে ঝরা পাতার ঘরে
রঙিন পাতার মিছিলে হেঁটে যায় মন
খুঁজে পাই তোমার ছায়া জড়ানো ক্ষণ
এই রাস্তায় আমরা হাত ধরে চলতাম
একসাথে রঙিন ঝরা পাতা দেখতাম
সেই প্রথম প্রেম প্রথম স্পর্শের অনুভূতি
স্মিত হাসির আড়ালে তোমার মৌন সম্মতি
তোমার চোখের চাহনিতে ছিল কামনা
ছিল অবাধ প্রেমের সুন্দরতম রচনা
অধরার চুম্বনে ছিল একপলক নেশা
ছিল স্নিগ্ধ মায়ায় মৃগের আপন মেশা
ঝরা পাতার আদরে ছিল সুখের দুপুর
উষ্ণতায় বাসা বাঁধা মৃদু স্পন্দনের সুর
ঝরা পাতার শব্দে আজো তুমি জীবন্ত
হাওয়ায় ভাসা আমাদের খুশির বনান্ত
নিস্তব্ধতার বুকে লুকিয়ে থাকে গোপন
গড়িয়ে পড়ে ক্লান্ত পাতার তীব্র আলিঙ্গন
বছর ঘুরে হেমন্ত আসে ঝরা পাতা নিয়ে
স্মৃতিরা বেঁচে থাকে শুকনো পাতা হয়ে
জানি নতুন পাতায় হবে বসন্তের বন্য
আমি অপেক্ষায় থাকি শুধু তোমার জন্য
রঙিন পাতায় বাঁধা ভালোবাসার ছবি
হেমন্তের পথ চেয়ে থাকা অজানা কবি