হৃদয় আমার যায় চলে আটলান্টিকের ওপারে...
কে তুমি আমার জন্যে, দগ্ধ আশা নিয়ে জেগে আছো?
চাঁদ ভাঙে নদীজলে, নদীতীর ভাঙে কুয়াশারে
পাতায় আগুন জ্বেলে, কী আশায় এই নাচ নাচো?
হেমন্তের জুঁই, শিউলি দোলে পূর্ণ ঘন বনচ্ছায়ে
আমার এ বুকে কার গন্ধে বাজে ভৈরবী সংগীত?
জলপ্রপাতের শব্দে ছুটে যায় মন নায়াগ্রায়ে...
কাঁপে আঙুলে আঙুল; কাঁপে কি প্রবেশদ্বারের ভিত?
ডাকে ভালোবাসা, খায় চুমু, বাধা দিই সাধ্য নাই
কাম তাড়নায় অন্ধ, প্রেম কুসুমিত ছায়াতরু;
যৌবনতাপে মধ্যরাতে আকাক্সক্ষায় গলে গলে যাই
ভালোবাসাহীন কর্ম, অন্তঃসারশূন্য সাহারা মরু।
প্রত্যেক ঋতুতে সাজে চাঁদনি, আমি সাজি শূন্য ঘরে
পাই যদি ভালোবাসা; ক্রুশবিদ্ধ হয়েই যাব মরে ॥
কে তুমি আমার জন্যে, দগ্ধ আশা নিয়ে জেগে আছো?
চাঁদ ভাঙে নদীজলে, নদীতীর ভাঙে কুয়াশারে
পাতায় আগুন জ্বেলে, কী আশায় এই নাচ নাচো?
হেমন্তের জুঁই, শিউলি দোলে পূর্ণ ঘন বনচ্ছায়ে
আমার এ বুকে কার গন্ধে বাজে ভৈরবী সংগীত?
জলপ্রপাতের শব্দে ছুটে যায় মন নায়াগ্রায়ে...
কাঁপে আঙুলে আঙুল; কাঁপে কি প্রবেশদ্বারের ভিত?
ডাকে ভালোবাসা, খায় চুমু, বাধা দিই সাধ্য নাই
কাম তাড়নায় অন্ধ, প্রেম কুসুমিত ছায়াতরু;
যৌবনতাপে মধ্যরাতে আকাক্সক্ষায় গলে গলে যাই
ভালোবাসাহীন কর্ম, অন্তঃসারশূন্য সাহারা মরু।
প্রত্যেক ঋতুতে সাজে চাঁদনি, আমি সাজি শূন্য ঘরে
পাই যদি ভালোবাসা; ক্রুশবিদ্ধ হয়েই যাব মরে ॥