কুমিল্লায় ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলা

সাবেক আইজিপি শহিদুল হকসহ তিন জনের রিমান্ড মঞ্জুর

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৩:৫২ , অনলাইন ভার্সন
কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনজনকে আদালতে আনা হয়। তবে উত্তেজিত জনতাকে সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। এ সময় আইনজীবীসহ উপস্থিত সাধারণ মানুষজন আইজিপি শহিদুল হক, যুগ্মসচিব কিবরিয়ার বিরুদ্ধে স্লোগান দেয়।

আজ ১১ নভেম্বর (সোমবার) সকালে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে তাদের শুনানি অনুষ্ঠিত হয়। পৌনে এক ঘণ্টার শুনানি শেষে বিচারক তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ২৭ নভেম্বরের মধ্যে রিমান্ড কার্যকর করার নির্দেশ দেন।

কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিংকু জানান, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও চৌদ্দগ্রামের আওয়ামী লীগনেতা জহিরুল ইসলাম সেলিমের দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়।
 
২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহণের একটি বাসে একটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ই সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতাকবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের। বর্তমান মামলাটিতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নামোল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041