চোখের কালো দাগে দুঃখ খুঁজি;
কত নির্ঘুম রাত আছড়ে পড়ছে ওখানে,
শুকিয়ে গেছে দুঃখী নোনাজল কপোলে
আর চিন্তার ভাঁজ স্থায়ী হয়েছে কপালে।
ওই নীল ঠোঁটে ভয়ানক কষ্ট খুঁজি;
বিষাক্ত কীটের আঁচড় এঁকেছে মানচিত্র,
সময়ের নিশ্বাসে ঝরে পড়েছে দীর্ঘশ্বাস
কতটা রক্তাক্ত হলে বিলীন হয় অস্তিত্ব।
শবদেহের কাপড়ে ইতিহাস খুঁজি;
মেলানো যায় না অতিক্রান্ত প্রহরগুলো,
অসমাপ্ত জীবনাঙ্ক দ্রোহের কথা বলে
বড্ড জটিল কুটিল গাণিতিক সূত্রটা।
সভ্যতায় লুকিয়ে থাকা নষ্ট খুঁজি-
কলঙ্কিনীর হারানো দিনপঞ্জির পৃষ্ঠায়,
সম্পূর্ণ নিখোঁজ সভ্য মানুষের পদচিহ্ন
পোস্টমর্টেমে শুধু পশুত্বের ছাপ স্পষ্ট।
কত নির্ঘুম রাত আছড়ে পড়ছে ওখানে,
শুকিয়ে গেছে দুঃখী নোনাজল কপোলে
আর চিন্তার ভাঁজ স্থায়ী হয়েছে কপালে।
ওই নীল ঠোঁটে ভয়ানক কষ্ট খুঁজি;
বিষাক্ত কীটের আঁচড় এঁকেছে মানচিত্র,
সময়ের নিশ্বাসে ঝরে পড়েছে দীর্ঘশ্বাস
কতটা রক্তাক্ত হলে বিলীন হয় অস্তিত্ব।
শবদেহের কাপড়ে ইতিহাস খুঁজি;
মেলানো যায় না অতিক্রান্ত প্রহরগুলো,
অসমাপ্ত জীবনাঙ্ক দ্রোহের কথা বলে
বড্ড জটিল কুটিল গাণিতিক সূত্রটা।
সভ্যতায় লুকিয়ে থাকা নষ্ট খুঁজি-
কলঙ্কিনীর হারানো দিনপঞ্জির পৃষ্ঠায়,
সম্পূর্ণ নিখোঁজ সভ্য মানুষের পদচিহ্ন
পোস্টমর্টেমে শুধু পশুত্বের ছাপ স্পষ্ট।