হ্যাঁ আমি নীরব! আমার নিরবচ্ছিন্ন নীরবতা লগ্নে-
খাটিয়াতে পড়ে থাকা আমি একটি মৃত লাশ,
লাশের গন্ধের বেষ্টনীতে বেশ আবদ্ধ সেথায়।
লাশের চারপাশে পায়চারি শত শত জনতা,
ভীষণ একাকী নীরবতা ঘিরে ধরেছে আমায়।
যদিও আপনজনেরা আপন শোকেই কাতর,
হঠাৎ মৃত্যুতে হতভম্ব পরিচিতরা চুপসে যেন পাথর!
কেউ কেউ বলছে কবি ঘুমাল চিরনিদ্রায়।
আমার দ্রোহগুলো সদর্পে ঘুরে থেমে যাচ্ছে নীরবে,
প্রথিত প্রশংসারা একটু একটু করে ডুবে নিমজ্জিত,
আমি যাচ্ছি চিরতরে তবে থেকে যাচ্ছি কাব্যিক মনে;
আমার নীরব বিদায়ে কারো ক্ষতি হোক বা না হোক-
আমার জীবনসঙ্গিনী/প্রিয়তমা হয়ে যাবে একাকী!
খাটিয়াতে পড়ে থাকা আমি একটি মৃত লাশ,
লাশের গন্ধের বেষ্টনীতে বেশ আবদ্ধ সেথায়।
লাশের চারপাশে পায়চারি শত শত জনতা,
ভীষণ একাকী নীরবতা ঘিরে ধরেছে আমায়।
যদিও আপনজনেরা আপন শোকেই কাতর,
হঠাৎ মৃত্যুতে হতভম্ব পরিচিতরা চুপসে যেন পাথর!
কেউ কেউ বলছে কবি ঘুমাল চিরনিদ্রায়।
আমার দ্রোহগুলো সদর্পে ঘুরে থেমে যাচ্ছে নীরবে,
প্রথিত প্রশংসারা একটু একটু করে ডুবে নিমজ্জিত,
আমি যাচ্ছি চিরতরে তবে থেকে যাচ্ছি কাব্যিক মনে;
আমার নীরব বিদায়ে কারো ক্ষতি হোক বা না হোক-
আমার জীবনসঙ্গিনী/প্রিয়তমা হয়ে যাবে একাকী!