সংগীত কিংবদন্তি কুইন্সি জোনস। ৯১ বছর বয়সী এ সংগীতশিল্পী ও প্রযোজক মারা গেছেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে বিবিসি।
গত ৩ নভেম্বর (রবিবার) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেল এয়ারের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। কুইন্সি জোনসের মৃত্যুর খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন তারই প্রতিনিধি আর্নল্ড রবিনসন।
দীর্ঘ ক্যারিয়ারে মাইকেল জ্যাকসন থেকে ফ্রাঙ্ক সিনাত্রাসহ বহু জনপ্রিয় শিল্পীর সঙ্গে কুইন্সি কাজ করেছেন। তবে মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘থ্রিলার’ অ্যালবামের সংগীত প্রযোজক হওয়াতে তার খ্যাতি আরও ছড়িয়ে পড়ে।
৭৫ বছরের কর্মজীবনে কুইন্সি ২৮টি গ্র্যামি লাভ করেন। এমনকি বিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বিংশ শতাব্দীর প্রভাবশালী জ্যাজ সংগীতশিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন।
এদিকে কিংবদন্তির মৃত্যুতে এক বিবৃতিতে তার পরিবার লিখেছে, অত্যন্ত দুঃখ–ভারাক্রান্ত মনে আমাদের বাবা ও ভাই কুইন্সি জোনসের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। তার চলে যাওয়া আমাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা যে গৌরবের সময় পার করেছি, জানি আর এমন হবে না কখনো।
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে কুইন্সি জোনস ফ্রাঙ্ক সিনাত্রার সঙ্গে কাজ শুরু করেন। ১৯৭৮ সালে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য উইজ’এ তিনি ১৯ বছর বয়সী মাইকেল জ্যাকসনের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন। এরপর তিনি মাইকেল জ্যাকসনের অ্যালবাম ‘অব দ্য ওয়াল’এ সংগীত প্রযোজক হিসেবে কাজ করেন। অ্যালবামটি দুই কোটি কপি বিক্রি হয়েছিল। এরপর তিনি মাইকেলের ‘থ্রিলার’ ও ‘ব্যাড’ অ্যালবামও প্রযোজনা করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে সেই সময়ের সেরা ৪৬ জন আমেরিকান গায়ককে নিয়ে তিনি ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ অ্যালবাম রেকর্ড করেন। সেই গানের মাধ্যমে তিনি মাইকেল জ্যাকসন, ব্রুস স্প্রিংস্টিন, টিনা টার্নার ও সিন্ডি লাউপারের মতো কিংবদন্তিদের এক করেছিলেন।
ঠিকানা/এএস
গত ৩ নভেম্বর (রবিবার) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেল এয়ারের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। কুইন্সি জোনসের মৃত্যুর খবরটি বিবিসিকে নিশ্চিত করেছেন তারই প্রতিনিধি আর্নল্ড রবিনসন।
দীর্ঘ ক্যারিয়ারে মাইকেল জ্যাকসন থেকে ফ্রাঙ্ক সিনাত্রাসহ বহু জনপ্রিয় শিল্পীর সঙ্গে কুইন্সি কাজ করেছেন। তবে মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘থ্রিলার’ অ্যালবামের সংগীত প্রযোজক হওয়াতে তার খ্যাতি আরও ছড়িয়ে পড়ে।
৭৫ বছরের কর্মজীবনে কুইন্সি ২৮টি গ্র্যামি লাভ করেন। এমনকি বিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বিংশ শতাব্দীর প্রভাবশালী জ্যাজ সংগীতশিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন।
এদিকে কিংবদন্তির মৃত্যুতে এক বিবৃতিতে তার পরিবার লিখেছে, অত্যন্ত দুঃখ–ভারাক্রান্ত মনে আমাদের বাবা ও ভাই কুইন্সি জোনসের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। তার চলে যাওয়া আমাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা যে গৌরবের সময় পার করেছি, জানি আর এমন হবে না কখনো।
প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরুতে কুইন্সি জোনস ফ্রাঙ্ক সিনাত্রার সঙ্গে কাজ শুরু করেন। ১৯৭৮ সালে মিউজিক্যাল ফিল্ম ‘দ্য উইজ’এ তিনি ১৯ বছর বয়সী মাইকেল জ্যাকসনের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেন। এরপর তিনি মাইকেল জ্যাকসনের অ্যালবাম ‘অব দ্য ওয়াল’এ সংগীত প্রযোজক হিসেবে কাজ করেন। অ্যালবামটি দুই কোটি কপি বিক্রি হয়েছিল। এরপর তিনি মাইকেলের ‘থ্রিলার’ ও ‘ব্যাড’ অ্যালবামও প্রযোজনা করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে সেই সময়ের সেরা ৪৬ জন আমেরিকান গায়ককে নিয়ে তিনি ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ অ্যালবাম রেকর্ড করেন। সেই গানের মাধ্যমে তিনি মাইকেল জ্যাকসন, ব্রুস স্প্রিংস্টিন, টিনা টার্নার ও সিন্ডি লাউপারের মতো কিংবদন্তিদের এক করেছিলেন।
ঠিকানা/এএস