যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট একেবারে সন্নিকটে। এরই মধ্যে সাড়ে ছয় কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন।
এদিকে নতুন এক জরিপে বলা হচ্ছে, এবার নারী ভোটারদের আগ্রহের জায়গায় রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর পুরুষ ভোটারদের আগ্রহ সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পে।
শুক্রবার (১ নভেম্বর) নতুন জরিপের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তারা বলছে, ২০২০ সালের চেয়ে এবার বেশি আগাম ভোট পড়বে।
এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, এবারের ভোটে কে পুরুষ আর কে নারী, সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জরিপ বলছে, কমলা হ্যারিস এবার এগিয়ে আছেন নারী ভোটারদের মধ্যে। আর পুরুষ ভোটারদের মধ্যে এগিয়ে আছেন ট্রাম্প। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় পুরুষের তুলনায় নারীরা বেশি ভোট দিচ্ছেন। সাত দোদুল্যমান অঙ্গরাজ্যেই এই চিত্র দেখা যাচ্ছে।
জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে ফাইভ থার্টি এইট। এতে বলা হয়েছে, ট্রাম্পের চেয়ে খুব অল্প ব্যবধানে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস। এই ব্যবধান ১ দশমিক ৪ পয়েন্ট। আর দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর জরিপে বলা হয়েছে, দুটি গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন ও মিশিগানে ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে কমলা হ্যারিস। তবে বিশ্লেষকেরা আল জাজিরাকে বলেছেন, ভোট দেওয়া শেষ হলে এটাকে ভার্চুয়ালি ড্র হিসেবে বিবেচনা করা যেতে পারে।
ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। বৃহস্পতিবার একটি বিবৃতিও দিয়েছে তারা।
ঠিকানা/এনআই
এদিকে নতুন এক জরিপে বলা হচ্ছে, এবার নারী ভোটারদের আগ্রহের জায়গায় রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর পুরুষ ভোটারদের আগ্রহ সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পে।
শুক্রবার (১ নভেম্বর) নতুন জরিপের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তারা বলছে, ২০২০ সালের চেয়ে এবার বেশি আগাম ভোট পড়বে।
এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, এবারের ভোটে কে পুরুষ আর কে নারী, সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জরিপ বলছে, কমলা হ্যারিস এবার এগিয়ে আছেন নারী ভোটারদের মধ্যে। আর পুরুষ ভোটারদের মধ্যে এগিয়ে আছেন ট্রাম্প। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় পুরুষের তুলনায় নারীরা বেশি ভোট দিচ্ছেন। সাত দোদুল্যমান অঙ্গরাজ্যেই এই চিত্র দেখা যাচ্ছে।
জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে ফাইভ থার্টি এইট। এতে বলা হয়েছে, ট্রাম্পের চেয়ে খুব অল্প ব্যবধানে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস। এই ব্যবধান ১ দশমিক ৪ পয়েন্ট। আর দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর জরিপে বলা হয়েছে, দুটি গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন ও মিশিগানে ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে কমলা হ্যারিস। তবে বিশ্লেষকেরা আল জাজিরাকে বলেছেন, ভোট দেওয়া শেষ হলে এটাকে ভার্চুয়ালি ড্র হিসেবে বিবেচনা করা যেতে পারে।
ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। বৃহস্পতিবার একটি বিবৃতিও দিয়েছে তারা।
ঠিকানা/এনআই