বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, আমরা চাই অত্যন্ত সুন্দরভাবে, দক্ষ পরিচালনায় আগামী দিনে সোসাইটি চলবে। কেউ যাতে অতীতের মতো এখানে কোনো সমস্যা ও জটিলতা তৈরি করতে না পারে। যদি কেউ এমন করেন, তাহলে তাদেরকে রাখার কোনো সুযোগ নেই। তিনি বলেন, মানুষ এবার পরিবর্তন চেয়েছে। এ জন্য নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটার তালিকা নিয়ে কত কিছু করা হয়েছে। তার পরও কোনো অসৎ উদ্দেশ্য সফল হয়নি। এতগুলো ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া অবশ্যই অন্যায়। আগামী দিনে এসব ভোটার যাতে বাদ না পড়েন, তা আমরা দেখব।
আতাউর রহমান সেলিম আরও বলেন, আমাদের কাজ হবে সোসাইটি যাতে গঠনতান্ত্রিক নিয়মে চলে। এখানে কোনো অনিয়ম যেন না হয়। যা আছে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে হয়, সেটা নিশ্চিত করতে হবে। সবাই গঠনতন্ত্র মেনে চললে কোনো অনিয়ম হবে না। আর আমরা কী কী করতে চাই, সেটি আমাদের ইশতেহারে বলেছি। সেগুলো আমরা বাস্তবায়ন করব।
তিনি বলেন, আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়ে যাবে। এরপর আমাদের অনেক দায়িত্ব আছে, সেগুলো সম্পন্ন করতে হবে।
সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভীষণ খুশি আতাউর রহমান সেলিম। তার নেতৃত্বাধীন পূর্ণ প্যানেলকে বিজয়ী করায় তিনি ভোটারদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটিসহ নির্বাচন-সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।
আতাউর রহমান সেলিম আরও বলেন, আমাদের কাজ হবে সোসাইটি যাতে গঠনতান্ত্রিক নিয়মে চলে। এখানে কোনো অনিয়ম যেন না হয়। যা আছে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে হয়, সেটা নিশ্চিত করতে হবে। সবাই গঠনতন্ত্র মেনে চললে কোনো অনিয়ম হবে না। আর আমরা কী কী করতে চাই, সেটি আমাদের ইশতেহারে বলেছি। সেগুলো আমরা বাস্তবায়ন করব।
তিনি বলেন, আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়ে যাবে। এরপর আমাদের অনেক দায়িত্ব আছে, সেগুলো সম্পন্ন করতে হবে।
সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভীষণ খুশি আতাউর রহমান সেলিম। তার নেতৃত্বাধীন পূর্ণ প্যানেলকে বিজয়ী করায় তিনি ভোটারদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটিসহ নির্বাচন-সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।