হেড কোচের পদ থেকে এরিক টেন হাগকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে এই ডাচের সঙ্গে আড়াই বছরের সম্পর্কের ইতি হলো রেড ডেভিলদের। বিবিসি-ইএসপিএনসহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল ২৭ অক্টোবর (রবিবার) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে হেরে যায় ম্যানইউ। এই ম্যাচের ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে বরখাস্ত হলেন টেন হাগ। ২৮ অক্টোবর (সোমবার) ক্লাব কর্তৃপক্ষ তাকে চলে যাওয়ার বিষয়টি জানিয়ে দেয়।
স্যার অ্যালেক্স ফার্গুসন পরবর্তী কেউই সেভাবে ম্যানইউকে পথ দেখাতে পারেননি। সবশেষ টেন হাগের অধীনেও ব্যর্থতার পরিচয় দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। যদিও অনেক দিন ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল।
টেন হাগের সময় সহকারী কোচের দায়িত্বে ছিলেন আরেক ডাচ কিংবদন্তি রুড ফন নিস্টেলরয়। তাকেই এবার অন্তবর্তী হেড কোচ করা হয়েছে।
ঠিকানা/এএস
গতকাল ২৭ অক্টোবর (রবিবার) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যামের বিপক্ষে হেরে যায় ম্যানইউ। এই ম্যাচের ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে বরখাস্ত হলেন টেন হাগ। ২৮ অক্টোবর (সোমবার) ক্লাব কর্তৃপক্ষ তাকে চলে যাওয়ার বিষয়টি জানিয়ে দেয়।
স্যার অ্যালেক্স ফার্গুসন পরবর্তী কেউই সেভাবে ম্যানইউকে পথ দেখাতে পারেননি। সবশেষ টেন হাগের অধীনেও ব্যর্থতার পরিচয় দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। যদিও অনেক দিন ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল।
টেন হাগের সময় সহকারী কোচের দায়িত্বে ছিলেন আরেক ডাচ কিংবদন্তি রুড ফন নিস্টেলরয়। তাকেই এবার অন্তবর্তী হেড কোচ করা হয়েছে।
ঠিকানা/এএস