২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে বিতর্কে জড়ান অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর অস্ট্রেলীয় ক্রিকেটের যেকোনো স্তরে ওয়ার্নারের অধিনায়কত্বের ওপর নিষেধাজ্ঞা দেয় দেশটির বোর্ড। অবশেষে ২৫ অক্টোবর (শুক্রবার) সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ওয়ার্নারের আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় অস্ট্রেলিয়ার বোর্ড। তিন সদস্যের এই প্যানেল জানায়, নিয়মের প্রতি ওয়ার্নারের সম্মান ও অনুশোচনাপূর্ণ সুর লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে সমস্ত মানদণ্ড তিনি পূরণ করেছেন এবং নিজের কর্মকাণ্ডের জন্য দায় স্বীকার করেছেন।
এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। তবে এই নিষেধাজ্ঞা ওঠায় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে সিডনি থান্ডারের অধিনায়কত্ব করতে পারবেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি বলেছেন, ‘আমি খুশি হয়েছি যে ডেভিড (ওয়ার্নার) তার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং অস্ট্রেলিয়া ক্রিকেটে এই গ্রীষ্ম থেকেই অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন তিনি।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে কথিত ‘স্যান্ডপেপার-গেট’ কেলেঙ্কারিতে অন্যতম খলনায়ক হিসেবে ধরা হয় ওয়ার্নারকে। তখনকার অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে সঙ্গে নিয়ে অবৈধভাবে বলের উপরিভাগ পরিবর্তন করার চেষ্টা করেন তারা।
এই কেলেঙ্কারির পর ওয়ার্নারের খেলার ওপর এক বছরের নিষেধাজ্ঞা ও অধিনায়কত্বের ওপর আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার আবেদনে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ও কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ডের সুপারিশ এনেছেন।
ঠিকানা/এএস
ওয়ার্নারের আবেদনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় অস্ট্রেলিয়ার বোর্ড। তিন সদস্যের এই প্যানেল জানায়, নিয়মের প্রতি ওয়ার্নারের সম্মান ও অনুশোচনাপূর্ণ সুর লক্ষ্য করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে সমস্ত মানদণ্ড তিনি পূরণ করেছেন এবং নিজের কর্মকাণ্ডের জন্য দায় স্বীকার করেছেন।
এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। তবে এই নিষেধাজ্ঞা ওঠায় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে সিডনি থান্ডারের অধিনায়কত্ব করতে পারবেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি বলেছেন, ‘আমি খুশি হয়েছি যে ডেভিড (ওয়ার্নার) তার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং অস্ট্রেলিয়া ক্রিকেটে এই গ্রীষ্ম থেকেই অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন তিনি।’
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে কথিত ‘স্যান্ডপেপার-গেট’ কেলেঙ্কারিতে অন্যতম খলনায়ক হিসেবে ধরা হয় ওয়ার্নারকে। তখনকার অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে সঙ্গে নিয়ে অবৈধভাবে বলের উপরিভাগ পরিবর্তন করার চেষ্টা করেন তারা।
এই কেলেঙ্কারির পর ওয়ার্নারের খেলার ওপর এক বছরের নিষেধাজ্ঞা ও অধিনায়কত্বের ওপর আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার আবেদনে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স ও কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ডের সুপারিশ এনেছেন।
ঠিকানা/এএস