রাজধানীর উত্তরায় দাঁড়িয়ে থাকা ঈগল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে তিন দুর্বৃত্ত। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ৯ নম্বর সেক্টরের আকাশ প্লাজার সামনে ২৯ জুলাই শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
এতে ঈগল পরিবহনের গাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। বাসটির সামনের বাম পাশের এক চাকা ফুটপাতের ওপর উঠে রয়েছে, যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের।
বাসটির হেলপার মো. রিপন বলেন, ‘আমরা বেনাপোল থেকে উত্তরায় এসেছি। যাত্রী নামিয়ে আমি ও ড্রাইভার বাসের পাশেই ছিলাম। হুট করে তিনজন লোক চালকের আসনের দিকে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে উত্তরার দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন বলেন, ‘রাত ৯টা ৪৬ মিনিটে উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ১০টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’
আলম হোসেন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির অর্ধেক পুড়ে গেছে।’
অন্যদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণটি সন্দেহজনক। কারণ, যেখানে আগুন লেগেছে, সেখানে যাত্রী নামানোর কথা নয়। সেই সঙ্গে বাসটি ফুটপাতে উঠে যাওয়াও সন্দেহজনক।’
ঠিকানা/এনআই
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ৯ নম্বর সেক্টরের আকাশ প্লাজার সামনে ২৯ জুলাই শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।
এতে ঈগল পরিবহনের গাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। বাসটির সামনের বাম পাশের এক চাকা ফুটপাতের ওপর উঠে রয়েছে, যা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে পুলিশের।
বাসটির হেলপার মো. রিপন বলেন, ‘আমরা বেনাপোল থেকে উত্তরায় এসেছি। যাত্রী নামিয়ে আমি ও ড্রাইভার বাসের পাশেই ছিলাম। হুট করে তিনজন লোক চালকের আসনের দিকে আগুন লাগিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে উত্তরার দিয়াবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন বলেন, ‘রাত ৯টা ৪৬ মিনিটে উত্তরায় ঈগল পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ১০টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’
আলম হোসেন আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির অর্ধেক পুড়ে গেছে।’
অন্যদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণটি সন্দেহজনক। কারণ, যেখানে আগুন লেগেছে, সেখানে যাত্রী নামানোর কথা নয়। সেই সঙ্গে বাসটি ফুটপাতে উঠে যাওয়াও সন্দেহজনক।’
ঠিকানা/এনআই