থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় একটি বাজারে আতশবাজির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১৫ জনের বেশি মানুষ। ২৯ জুলাই শনিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় বিকেল তিনটার দিকে সুনগাই কোলোক এলাকার ওই গুদামটিতে আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। আর এ জন্য দায়ী ওয়েল্ডিং কার্যক্রম।
বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এ ঘটনায় বাজারের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ও যানবাহন।
উল্লেখ্য, থাইল্যান্ডের নির্মাণকাজের দুর্বল নিরাপত্তা একটি সাধারণ ঘটনা। গত মাসে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণকাজ চলাকালীন একটি সেতু ধসে দুজনের মৃত্যু হয়।
ঠিকানা/এনআই
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় বিকেল তিনটার দিকে সুনগাই কোলোক এলাকার ওই গুদামটিতে আগুন লাগে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানা গেছে। আর এ জন্য দায়ী ওয়েল্ডিং কার্যক্রম।
বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এ ঘটনায় বাজারের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ও যানবাহন।
উল্লেখ্য, থাইল্যান্ডের নির্মাণকাজের দুর্বল নিরাপত্তা একটি সাধারণ ঘটনা। গত মাসে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণকাজ চলাকালীন একটি সেতু ধসে দুজনের মৃত্যু হয়।
ঠিকানা/এনআই