চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। আজ ১৪ অক্টোবর (সোমবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১১টা থেকে শুরু হয়েছে ড্রাফটের কার্যক্রম। ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়তে পারবেন ফ্রাঞ্চাইজিগুলো।
ড্রাফটে দেশি ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ১১ জনই দল পেয়েছিলেন আগেই। তবে অপেক্ষায় ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এই টাইগার লেগ স্পিনারকে। অবশেষে পান দল। তাকে নিয়েছে তামিম-মুশফিকের ফরচুন বরিশাল।
এছাড়া তৃতীয় সেটের প্রথম রাউন্ডে দল পেয়েছেন সাব্বির রহমান ও এবাদত হোসেন। সবশেষ আসরে খেলতে পারেননি এই দুই ক্রিকেটার। এবার সাব্বিরকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর ইনজুরি থেকে ফেরা পেসার এবাদতকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
ঠিকানা/এসআর
ড্রাফটে দেশি ‘এ’ ক্যাটাগরিতে থাকা ১২ জনের মধ্যে ১১ জনই দল পেয়েছিলেন আগেই। তবে অপেক্ষায় ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এই টাইগার লেগ স্পিনারকে। অবশেষে পান দল। তাকে নিয়েছে তামিম-মুশফিকের ফরচুন বরিশাল।
এছাড়া তৃতীয় সেটের প্রথম রাউন্ডে দল পেয়েছেন সাব্বির রহমান ও এবাদত হোসেন। সবশেষ আসরে খেলতে পারেননি এই দুই ক্রিকেটার। এবার সাব্বিরকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর ইনজুরি থেকে ফেরা পেসার এবাদতকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল।
ঠিকানা/এসআর