বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে সোমবার (১৪ অক্টোবর)। এর আগেই বড় বড় তারকাদের দলে ভেড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই ধারাবাহিকতায় ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলসকে দলের ভেড়ানোর তথ্য নিশ্চিত করেছিল ঢাকা ক্যাপিটালস। তবে, বিয়ের কারণে আপাতত সেই চুক্তি স্থগিত করেছেন তিনি।
আজ ১৩ অক্টোবর (রবিবার) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস। সেই বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘প্রিয় ভক্ত ও সমর্থকগন। ঢাকা ক্যাপিটালসের মূল শক্তি ফ্র্যাঞ্চাইজিটির ভক্ত ও সমর্থকরা। আমরা সব সময় আপনাদের প্রত্যাশা পূরনে সর্বাত্মক চেষ্টা করে আসছি। ঢাকা ক্যাপিটালস বিদেশী কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সমাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই।’
বিবৃতিতে আর বলা হয়, ‘ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল। আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনে শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের নিরন্তর সমর্থনের জন্য।’
হেলস ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন। হেলস ছাড়াও ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম ও তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
ঠিকানা/এসআর
আজ ১৩ অক্টোবর (রবিবার) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস। সেই বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘প্রিয় ভক্ত ও সমর্থকগন। ঢাকা ক্যাপিটালসের মূল শক্তি ফ্র্যাঞ্চাইজিটির ভক্ত ও সমর্থকরা। আমরা সব সময় আপনাদের প্রত্যাশা পূরনে সর্বাত্মক চেষ্টা করে আসছি। ঢাকা ক্যাপিটালস বিদেশী কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সমাজিক মাধ্যমে ঘোষণা দেয়। তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই।’
বিবৃতিতে আর বলা হয়, ‘ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল। আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনে শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের নিরন্তর সমর্থনের জন্য।’
হেলস ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন। হেলস ছাড়াও ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম ও তারকা পেসার মোস্তাফিজুর রহমান।
ঠিকানা/এসআর