হারিয়ে গেছে ছেলেবেলা
হারিয়ে গেছে সব মজার খেলা।
হারিয়ে গেছে সোনার দিনগুলো সেই
বন্ধুগুলোও আর বেঁচে নেই।
ছেলেবেলা মানে মায়ের বকা,
আর দাদির কোলে লুকিয়ে থাকা।
সন্ধ্যা হলে দাদুর কাছে রূপকথার গল্প
চলবে না দাদু গল্প বলা অল্প।
ইচ্ছে করে চলে যাই ফেলে আসা ছেলেবেলা,
ইচ্ছে করে কুড়িয়ে পাই ফেলে আসা সব খেলা।
ফিরে পাওয়া আর যাবে না গোল্লাছুট আর লুকোচুরি
ফিরে পাওয়া যাবে না আর এই ভাব এই আড়ি ॥
ছেলেবেলা আজ হারিয়ে গেছে খেলাগুলো আর নাই
শুধু মনের শূন্য মাঠে পড়ে আছে স্মৃতিটাই।
ইচ্ছে করে ছেলেবেলা আবার ফিরে পাই,
সেখানে দুঃখ-কষ্ট চিন্তাভাবনার কোনো কিছু নাই।
আজ খুব ইচ্ছে করে হারিয়ে যাই দূর কোনো অজানায়,
যেখানে গেলে ছেলেবেলার স্মৃতিগুলো খুঁজে পাওয়া যায়।
হারিয়ে গেছে সব মজার খেলা।
হারিয়ে গেছে সোনার দিনগুলো সেই
বন্ধুগুলোও আর বেঁচে নেই।
ছেলেবেলা মানে মায়ের বকা,
আর দাদির কোলে লুকিয়ে থাকা।
সন্ধ্যা হলে দাদুর কাছে রূপকথার গল্প
চলবে না দাদু গল্প বলা অল্প।
ইচ্ছে করে চলে যাই ফেলে আসা ছেলেবেলা,
ইচ্ছে করে কুড়িয়ে পাই ফেলে আসা সব খেলা।
ফিরে পাওয়া আর যাবে না গোল্লাছুট আর লুকোচুরি
ফিরে পাওয়া যাবে না আর এই ভাব এই আড়ি ॥
ছেলেবেলা আজ হারিয়ে গেছে খেলাগুলো আর নাই
শুধু মনের শূন্য মাঠে পড়ে আছে স্মৃতিটাই।
ইচ্ছে করে ছেলেবেলা আবার ফিরে পাই,
সেখানে দুঃখ-কষ্ট চিন্তাভাবনার কোনো কিছু নাই।
আজ খুব ইচ্ছে করে হারিয়ে যাই দূর কোনো অজানায়,
যেখানে গেলে ছেলেবেলার স্মৃতিগুলো খুঁজে পাওয়া যায়।