মন খারাপেও আমি জীবনের সুন্দর মুহূর্তগুলো কল্পনা করে হাসি
নিজের সবটুকু বিলিয়ে দিয়ে হার মানতে মানতেও নিজের পরিবারেই আমি শান্তি খুঁজে বাঁচি।
বিশ্বাস এবং মনের জোরে ছুটে চলি অসীম গন্তব্যে
ধার ধারি না বেগতিক কোনো মন্তব্যে।
শত প্রতিকূল মুহূর্তেও আমি অন্যের কাছে ভেঙে পড়ি না, নুয়ে পড়ি না।
অসীম সাহস নিয়ে দুর্গম গিরি জয় করতেও আমি ছুটে চলি মনের জোরে।
আত্মার সাথে না মেশা আত্মীয়ের আমি কদর করি না,
আমি কেবলই আত্মার সাথে আত্মার বন্ধনে আবদ্ধ হই।
নিজের চাওয়া-পাওয়ার হিসাব চলে একমাত্র উপরওয়ালার কাছে,
তাঁর কাছেই আমি মাথানত করি, তাঁর কাছেই আমার
সকল চাওয়া-পাওয়া।
দিন শেষে তাঁর দেয়া সমস্ত কিছুতে আমি শোকর করি,
আমিই মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা নিজেকে সবচেয়ে সুখী মনে করি।
আমি যেমন, আমার যা আছে তাতেই আমি সুখী
হ্যাঁ, আমি মানুষটা এমনই।
নিজের সবটুকু বিলিয়ে দিয়ে হার মানতে মানতেও নিজের পরিবারেই আমি শান্তি খুঁজে বাঁচি।
বিশ্বাস এবং মনের জোরে ছুটে চলি অসীম গন্তব্যে
ধার ধারি না বেগতিক কোনো মন্তব্যে।
শত প্রতিকূল মুহূর্তেও আমি অন্যের কাছে ভেঙে পড়ি না, নুয়ে পড়ি না।
অসীম সাহস নিয়ে দুর্গম গিরি জয় করতেও আমি ছুটে চলি মনের জোরে।
আত্মার সাথে না মেশা আত্মীয়ের আমি কদর করি না,
আমি কেবলই আত্মার সাথে আত্মার বন্ধনে আবদ্ধ হই।
নিজের চাওয়া-পাওয়ার হিসাব চলে একমাত্র উপরওয়ালার কাছে,
তাঁর কাছেই আমি মাথানত করি, তাঁর কাছেই আমার
সকল চাওয়া-পাওয়া।
দিন শেষে তাঁর দেয়া সমস্ত কিছুতে আমি শোকর করি,
আমিই মনে হয় একমাত্র ব্যক্তি যে কিনা নিজেকে সবচেয়ে সুখী মনে করি।
আমি যেমন, আমার যা আছে তাতেই আমি সুখী
হ্যাঁ, আমি মানুষটা এমনই।