রাজনীতির মাঠে চাঙ্গা জামায়াত, দিচ্ছে সিরিজ কর্মসূচি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১১:৫৬ , অনলাইন ভার্সন
* ১০ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা
* চীন বেশ কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক
* ২৮ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক, সামাজিক, এবং কূটনৈতিক তৎপরতায় নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে। প্রায় দেড় দশকের বেশি সময় ধরে রাজনৈতিক কোণঠাসা অবস্থানে থাকা জামায়াত এখন নিজেদের অবস্থান শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে। সারাদেশে দলকে মজবুত করতে বহুমুখী কর্মকাণ্ড সক্রিয়ভাবে পরিচালনা করছে জামায়াত।

সম্প্রতি দলটি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ১০ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেছে, যেখানে নির্বাচনী প্রক্রিয়া, আইন, বিচারব্যবস্থা, এবং সংসদীয় প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি, দলটি কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের উপরও জোর দিচ্ছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সাম্প্রতিক সময়ে নিয়মিত যোগাযোগ শুরু করেছে জামায়াত। ইতিমধ্যে চীনের রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনীতিক জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন।

এর পাশাপাশি, আগামী ২৮ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে জামায়াত। এটি হবে শেখ হাসিনার পতনের পর দলটির প্রথম বড় ধরনের সমাবেশ।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের আক্রমণে জামায়াতের নেতাকর্মীরা হতাহত হয়েছিলেন। সেই ঘটনার স্মৃতিচারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, গত ৭ জানুয়ারি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে তাদের সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেয়। এরপর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর এই কার্যক্রম আরও বেগবান হয়। দলটি দেশব্যাপী মহানগর থেকে শুরু করে থানা ও উপজেলা পর্যায়ে রুকন (সদস্য) সম্মেলন আয়োজন করে। পাশাপাশি নবাগত ও অগ্রসর কর্মীদের জন্য শিক্ষাশিবির, সহযোগী সদস্যদের সভা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা ও নির্বাহী পরিষদের একাধিক সভা এবং বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মকাণ্ড এখনো বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে, যেখানে দলের শীর্ষ নেতারা তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে উদ্বুদ্ধ করছেন।

দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। জামায়াত এখন জাপান, চীন, ইরানসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যতের জন্য কৌশল নির্ধারণ করছে।

সার্বিক বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে বলেন, আমরা পরিকল্পিতভাবে কর্মকাণ্ড করছি। মিছিল, সভা-সমাবেশ, সংগঠন সম্প্রসারণ, আমাদের জনশক্তির মানোন্নয়ন, দেশ গড়ার জন্য জনগণকে সচেতন করে একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে সাহায্য করা—এগুলোই তো আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041