টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া সেই তিন বোন উত্তীর্ণ হয়েছে। ২৮ জুলাই শুক্রবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম, মেজো মেয়ে সাদিয়া ইসলাম ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম একসঙ্গে এবার এসএসসিতে অংশ নেয়।
এসএসসির ফলাফলে দেখা যায়, বড় বোন সুমাইয়া ইসলাম জিপিএ-৪.৪, মেজো বোন সাদিয়া ইসলাম ৪.৬ ও ছোট বোন রাদিয়া ইসলাম ৪.২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এর আগে উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ওই তিন বোন পরীক্ষায় অংশ নেয়। তিন বোনের একত্রে পরীক্ষা দেওয়ার ঘটনাটি সে সময় সবার নজর কেড়েছিল।
তাদের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার তিন মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছে। তাদের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।
সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন একসঙ্গে পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে।
ঠিকানা/এনআই
সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম, মেজো মেয়ে সাদিয়া ইসলাম ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম একসঙ্গে এবার এসএসসিতে অংশ নেয়।
এসএসসির ফলাফলে দেখা যায়, বড় বোন সুমাইয়া ইসলাম জিপিএ-৪.৪, মেজো বোন সাদিয়া ইসলাম ৪.৬ ও ছোট বোন রাদিয়া ইসলাম ৪.২ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এর আগে উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ওই তিন বোন পরীক্ষায় অংশ নেয়। তিন বোনের একত্রে পরীক্ষা দেওয়ার ঘটনাটি সে সময় সবার নজর কেড়েছিল।
তাদের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার তিন মেয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছে। তাদের এই ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।
সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন একসঙ্গে পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে।
ঠিকানা/এনআই