নিজের নতুন সিনেমা ‘পোর থিংস’ চলতি বছরের শেষদিকে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী এমা স্টোনের। তবে আবারও ভক্তদের মন খারাপের খবর দিলেন এই অভিনেত্রী। ফলে প্রিয় অভিনেত্রীর পাশাপাশি আলোচিত এই সিনেমাটি দেখার অপেক্ষা আরও বাড়লো।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ৮ সেপ্টেম্বর ‘পোর থিংস’ মুক্তির পাওয়ার কথা থাকলেও ভেনিসসহ বেশকিছু উৎসবে প্রদর্শনীর জন্য আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমস।
তিনি বলেন, পোর থিংস নির্ধারিত সময় প্রেক্ষাগৃহে আসছে না। কারণ সিনেমাটি মুক্তির আগে বিভিন্ন প্রদর্শনীতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি সিনেমাটি নিয়ে যেহেতু দর্শক কৌতুহল বেশি রয়েছে সেহেতু বিশ্বের বিভিন্ন দেশে প্রচার-প্রচারণা চলানোর জন্য আমাদের সময় প্রয়োজন। তবে ডিসেম্বরে মুক্তি দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।
এমা স্টোন বলেন, সিনেমাটির সাফল্যের জন্য নির্মাতা যা ভালো মনে করছেন সেটাতেই আমার সমর্থন রয়েছে। বিগ বাজেটের সিনেমা মুক্তির ব্যাপারে ব্যবসায়িক চিন্তা থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি। তাই সকল প্রস্তুতি নিয়েই ফিরতে চাই। যে কারণে কিছুদিন সময় পেলে সবার জন্যই ভালো হবে বলে আমার বিশ্বাস।
সায়েন্স, ফ্যান্টাসি ও ড্রামা ঘরানার এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এলিমেন্ট প্রডাকশনের প্রযোজনায় সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এমা স্টোন ও মার্ক রফেলোকে। ৭০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করেছেন উইলিয়াম ডিফো, র্যামি ইউসুফ, জেরর্ড ক্যার্মিসেল, ক্রিস্টোফার অ্যাবোট, মার্গারেট কুয়েলি, ক্যাথরিন হান্টার, সুজা বেম্বা ও ওয়েন ব্রেট।
২০১৮ সালে ‘দ্য ফেভারিট’ সিনেমায় অভিনয় করে অস্কার নিজের ঝুলিতে জমা করেন এমা। এছাড়াও ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার এরইমধ্যে নিজের করে নিয়েছেন এই অভিনেত্রী।
ঠিকানা/এসআর
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ৮ সেপ্টেম্বর ‘পোর থিংস’ মুক্তির পাওয়ার কথা থাকলেও ভেনিসসহ বেশকিছু উৎসবে প্রদর্শনীর জন্য আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গ্রিক নির্মাতা ইয়োর্গস লান্থিমস।
তিনি বলেন, পোর থিংস নির্ধারিত সময় প্রেক্ষাগৃহে আসছে না। কারণ সিনেমাটি মুক্তির আগে বিভিন্ন প্রদর্শনীতে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি সিনেমাটি নিয়ে যেহেতু দর্শক কৌতুহল বেশি রয়েছে সেহেতু বিশ্বের বিভিন্ন দেশে প্রচার-প্রচারণা চলানোর জন্য আমাদের সময় প্রয়োজন। তবে ডিসেম্বরে মুক্তি দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।
এমা স্টোন বলেন, সিনেমাটির সাফল্যের জন্য নির্মাতা যা ভালো মনে করছেন সেটাতেই আমার সমর্থন রয়েছে। বিগ বাজেটের সিনেমা মুক্তির ব্যাপারে ব্যবসায়িক চিন্তা থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি। তাই সকল প্রস্তুতি নিয়েই ফিরতে চাই। যে কারণে কিছুদিন সময় পেলে সবার জন্যই ভালো হবে বলে আমার বিশ্বাস।
সায়েন্স, ফ্যান্টাসি ও ড্রামা ঘরানার এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। এলিমেন্ট প্রডাকশনের প্রযোজনায় সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এমা স্টোন ও মার্ক রফেলোকে। ৭০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করেছেন উইলিয়াম ডিফো, র্যামি ইউসুফ, জেরর্ড ক্যার্মিসেল, ক্রিস্টোফার অ্যাবোট, মার্গারেট কুয়েলি, ক্যাথরিন হান্টার, সুজা বেম্বা ও ওয়েন ব্রেট।
২০১৮ সালে ‘দ্য ফেভারিট’ সিনেমায় অভিনয় করে অস্কার নিজের ঝুলিতে জমা করেন এমা। এছাড়াও ব্রিটিশ একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার এরইমধ্যে নিজের করে নিয়েছেন এই অভিনেত্রী।
ঠিকানা/এসআর