গত অক্টোবরে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননে ১২৭ শিশু ও ২৬১ নারীসহ মোট ১ হাজার ৯৭৪ জন নিহত এবং ৯ হাজার ৩৮৪ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় ৯৭ জন চিকিৎসা ও জরুরি পরিষেবাকর্মী নিহত হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, অনেক হাসপাতাল সরাসরি (ইসরায়েলি) লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলো লেবাননের স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ বাড়িয়ে তুলেছে, যা ইতোমধ্যে একাধিক সংকটের কারণে প্রচণ্ড চাপে রয়েছে।
মন্ত্রী হাসপাতালে অস্ত্র থাকার বিষয়ে ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সাথে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।
ঠিকানা/এনআই
বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় ৯৭ জন চিকিৎসা ও জরুরি পরিষেবাকর্মী নিহত হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, অনেক হাসপাতাল সরাসরি (ইসরায়েলি) লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই হামলাগুলো লেবাননের স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ বাড়িয়ে তুলেছে, যা ইতোমধ্যে একাধিক সংকটের কারণে প্রচণ্ড চাপে রয়েছে।
মন্ত্রী হাসপাতালে অস্ত্র থাকার বিষয়ে ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন।
গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করার সময় থেকেই হামলা শুরু করেছে হিজবুল্লাহ। এর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গুলি বিনিময় চলছে। তবে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির সাথে এ লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।
ঠিকানা/এনআই