প্যারিসে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের উৎসব

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৮:৪২ , অনলাইন ভার্সন
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক জালালাবাদ উৎসব। গত ২৯ সেপ্টেম্বর প্যারিসের মাক্স দখমি হলে দুই পর্বের অনুষ্ঠানে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল আহমদ এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আইল্যান্ড, ইতালি, স্পেন, ফ্রান্স ও বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক সিলেটি তথা জালালাবাদবাসী উৎসবে অংশগ্রহণ করেন। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয় সাবেক কেয়ারটেকার সরকারের উপদেষ্টা প্রফেসর ড. সুফিয়া রহমান এবং চ্যানেল এসের চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপিকে। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল ও ফ্রান্সের সেক্রেটারি মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য (ইউকে) ফয়সল চৌধুরী এমবিই। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক কেয়ারটেকার সরকারের উপদেষ্টা প্রফেসর ড. সুফিয়া রহমান, লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রেজারার রফিকুল হায়দার, মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ এমবিএ, চ্যানেল এসের চেয়ারম্যান আহমেস উস সামাদ চৌধুরী জেপি, এনটিভি ইউকের সিইও সাবরিনা হোসেন, গ্লোবাল জালালাবাদ বাংলাদেশের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহিব উদ্দিন, ট্রেজারার মো. শামিম আলম কুরেশি, এশিয়ান ক্যাটারিং ফেডারেশনের চেয়ারম্যান ইয়াওর খান, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি মনসুর খান, ইতালি জালালাবাদের প্রতিষ্ঠাতা সভাপতি অলি উদ্দিন শামিম, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফয়জুল হক, সেক্রেটারি মিতু চৌধুরী, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রধান উপদেষ্টা ছালেহ আহমদ চৌধুরী, শাহ জামাল আহমেদ, জাকির হোসেন, তাইজুল ফয়েজ, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ হাজী কাওছার, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সেক্রেটারি সাইয়েদ সাদেক আহমেদ, সংগঠনের সহসভাপতি কবি ও সাহিত্যিক আবুল কালাম আজাদ ছুটন, সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সহসভাপতি কাউন্সিলর ফয়জুর রহমান, সহসভাপতি আসিকুর রহমান, যুগ্ম সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল অদুদ দীপক, আবুল হোসেন, সেলিম আলম আলী, সাংগঠনিক সম্পাদক মিজু চৌধুরী, এম কে জামান জুয়েল, চ্যানেল এস সিলেটের প্রতিনিধি সাংবাদিক হাসানুল হক উজ্জ্বল, জনপ্রিয় অনলাইন টিভি ভয়েস অব সিলেটের পরিচালক সাংবাদিক মইন উদ্দিন মনজু, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংবাদিক আব্বাস উজ্জামান, সংগঠনের অফিস সেক্রেটারি মুসতাক আহমেদ, সাজানুর রাজা, মেম্বারশিপ সেক্রেটারি আক্তার আলী, ইয়ুথ ও স্পোর্টস সেক্রেটারি আলা উদ্দিন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি আমিন আলী রফিক, সাধারণ সম্পাদক সাব্বির রহমান, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সিনিয়র সহসভাপতি আব্দুল বাছিত, সালেহ আহমেদ সালে, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
প্যারিসে আন্তর্জাতিক জালালাবাদ উৎসব পরিণত হয় সিলেটিদের মিলনমেলায়। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা এতে যোগ দেন। দেশে-বিদেশে সিলেটিদের বিভিন্ন সমস্যার সমাধান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জালালাবাদ উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশায় অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়। সাংবাদিকতা, সমাজসেবা, ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনেককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। উৎসব উপলক্ষে বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম ক্যারলের সম্পাদনায় বর্ণাঢ্য একটি ম্যাগাজিন প্রকাশিত হয়। ফ্রান্স শাখার সভাপতি ফয়সাল আহমদের সমাপনী বক্তব্যের মাধ্যমে জালালাবাদ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078