বিএনপির মহাসমাবেশ : সকালেই লোকারণ্য নয়াপল্টন 

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ১০:১৮ , অনলাইন ভার্সন
সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা মহাসমাবেশ রাজধানীর নয়াপল্টনে শুরু হবে আজ দুপুর ২টায়। তবে রাত থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনের সড়কে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। ফজরের নামাজের পর দেশের বিভিন্ন জেলা থেকে আসা দলটির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। সকালে লোকারণ্য হয়ে পড়ে পুরো নয়াপল্টন এলাকা। সরকার পতনের দাবিতে তারা নানা স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। এদিকে গতকাল বিকালে সমাবেশের অনুমতির পর রাতেই দলীয় কার্যালয়ের সামনে ৮টি ট্রাকে তৈরি করা হয়েছে মঞ্চ। সমাবেশের ব্যানারে লেখা আছে, গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনে একদফার মহাসমাবেশ'।

সরজমিন দেখা গেছে, সমাবেশে অংশ নিতে সকাল ৮টা থেকে ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। পিরোজপুর, সিরাজগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, বরিশালসহ বিভিন্ন জেলা থেকেও নেতা কর্মীরা আসছে দলে দলে। ইতিমধ্যে নয়াপল্টন এলাকা নেতা-কর্মীদের পদচারণায় লোকারণ্য হয়ে উঠেছে।

এসময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

মগবাজার, মালিবাগ, মৎস্য ভবন এবং জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তারা মাথায় বিভিন্ন রঙের ক্যাপ পরে এসেছেন। 

এদিকে সমাবেশকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থান রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। সাদা পোশাকেও  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

অন্যদিকে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সকাল ৯টা থেকেই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনার সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়েছে। বিএনপির মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041