জল্লাদের উল্লাসে কেঁপে ওঠে দেশ...
রক্তাক্ত এই দেশ আমি চাইনি।
হায়েনা বুলেটে কজন হয়েছে বেওয়ারিশ
সে হিসাব এখনো আমি পাইনি।
রক্তে লাল রাজপথ, কাঁদছে স্বদেশ
কোটি কোটি লোহিত কণাও কাঁদে।
আকাশে কপ্টার, সড়কে সাঁজোয়া...
তবু মানুষ নেমেছে রক্তের অনুবাদে।
সাঈদের সেই প্রসারিত হাত
কখনোই মিলিয়ে যাবে না শূন্যে।
এই দেশ আবার মুক্ত হবেই
হে মুগ্ধ... তোমাদের শত পুণ্যে।
(রচনাকাল : ৩ আগস্ট ২০২৪)
রক্তাক্ত এই দেশ আমি চাইনি।
হায়েনা বুলেটে কজন হয়েছে বেওয়ারিশ
সে হিসাব এখনো আমি পাইনি।
রক্তে লাল রাজপথ, কাঁদছে স্বদেশ
কোটি কোটি লোহিত কণাও কাঁদে।
আকাশে কপ্টার, সড়কে সাঁজোয়া...
তবু মানুষ নেমেছে রক্তের অনুবাদে।
সাঈদের সেই প্রসারিত হাত
কখনোই মিলিয়ে যাবে না শূন্যে।
এই দেশ আবার মুক্ত হবেই
হে মুগ্ধ... তোমাদের শত পুণ্যে।
(রচনাকাল : ৩ আগস্ট ২০২৪)