ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ২২ সেপ্টেম্বর (রবিবার) রাতে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। ম্যাচে সিটির হয়ে প্রথম গোলটি দেন তরুণ তারকা আর্লিং হল্যান্ড। ফলে সিটির জার্সিতে গোলের সেঞ্চুরি পূর্ণ হলো এই নরওয়ে তারকার।
সিটির হয়ে ১০০ গোল করার ১৯তম ফুটবলার হল্যান্ড। এই মাইলফলকে পৌঁছাতে তার দরকার হয়েছে মাত্র ১০৫ ম্যাচ। কোনো ক্লাবের হয়ে এটি যৌথভাবে দ্রুততম সময়ে ১০০ গোল করার রেকর্ড। এককভাবে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১১ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এই রেকর্ড গড়েছিলেন রোনালদো।
চলতি মৌসুমে আগুনে ফর্মে আছেন হল্যান্ড। এরই মধ্যে সিটির হয়ে ৬ ম্যাচে করে ফেলেছেন ১০ গোল। গত দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতা এই তারকা সিটির হয়ে প্রথম মৌসুমে করেছেন ৫২ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে একক মৌসুমে এত গোল আর কেউ করতে পারেননি।
বর্তমানে প্রিমিয়ার লিগে হল্যান্ডের গোল সংখ্যা ৭৩। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ১৮, এফএ কাপে ৮ ও কারাবাও কাপে একটি গোল আছে তার। প্রিমিয়ার লিগে ম্যাচপ্রতি একটির বেশি গোল হল্যান্ডের। এই প্রতিযোগিতায় তিনি খেলেছেন ৭১ ম্যাচ।
২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর এখনো পর্যন্ত ১১টি হ্যাটট্রিক করেছেন হল্যান্ড। এর মধ্যে ৮টি প্রিমিয়ার লিগে, দুইটি এফএ কাপে এবং একটি চ্যাম্পিয়নস লিগে। প্রিমিয়ার লিগের যুগে প্রবেশ করার পর তার চেয়ে বেশি হ্যাটট্রিক আছে সার্জিও আগুয়েরো (১২), অ্যালান শিয়েরার (১১) ও রবি ফ্লাওয়ারের (৯)।
উল্লেখ্য, ম্যানচেস্টার সিটির হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আর্জেন্টাইন তারকা আগুয়েরোর। ৩৯০ ম্যাচে ২৬০টি গোল দিয়েছেন এই স্ট্রাইকার। এর জন্য ইত্তিহাদে তার থাকতে হয়েছে ১০ মৌসুম।
ঠিকানা/এএস
সিটির হয়ে ১০০ গোল করার ১৯তম ফুটবলার হল্যান্ড। এই মাইলফলকে পৌঁছাতে তার দরকার হয়েছে মাত্র ১০৫ ম্যাচ। কোনো ক্লাবের হয়ে এটি যৌথভাবে দ্রুততম সময়ে ১০০ গোল করার রেকর্ড। এককভাবে এই রেকর্ডটি ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১১ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে এই রেকর্ড গড়েছিলেন রোনালদো।
চলতি মৌসুমে আগুনে ফর্মে আছেন হল্যান্ড। এরই মধ্যে সিটির হয়ে ৬ ম্যাচে করে ফেলেছেন ১০ গোল। গত দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতা এই তারকা সিটির হয়ে প্রথম মৌসুমে করেছেন ৫২ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে একক মৌসুমে এত গোল আর কেউ করতে পারেননি।
বর্তমানে প্রিমিয়ার লিগে হল্যান্ডের গোল সংখ্যা ৭৩। এছাড়া চ্যাম্পিয়নস লিগে ১৮, এফএ কাপে ৮ ও কারাবাও কাপে একটি গোল আছে তার। প্রিমিয়ার লিগে ম্যাচপ্রতি একটির বেশি গোল হল্যান্ডের। এই প্রতিযোগিতায় তিনি খেলেছেন ৭১ ম্যাচ।
২০২২ সালে সিটিতে যোগ দেওয়ার পর এখনো পর্যন্ত ১১টি হ্যাটট্রিক করেছেন হল্যান্ড। এর মধ্যে ৮টি প্রিমিয়ার লিগে, দুইটি এফএ কাপে এবং একটি চ্যাম্পিয়নস লিগে। প্রিমিয়ার লিগের যুগে প্রবেশ করার পর তার চেয়ে বেশি হ্যাটট্রিক আছে সার্জিও আগুয়েরো (১২), অ্যালান শিয়েরার (১১) ও রবি ফ্লাওয়ারের (৯)।
উল্লেখ্য, ম্যানচেস্টার সিটির হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আর্জেন্টাইন তারকা আগুয়েরোর। ৩৯০ ম্যাচে ২৬০টি গোল দিয়েছেন এই স্ট্রাইকার। এর জন্য ইত্তিহাদে তার থাকতে হয়েছে ১০ মৌসুম।
ঠিকানা/এএস