দেশে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ২৩:৪৯ , অনলাইন ভার্সন
দেশে এক দিনে ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর মারা গেলেন ২১৫ জন। আর চলতি জুলাইয়ের ২৬ দিনে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৬৮ জনে। এ ছাড়া গত এক দিনে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৬৫৩ জনের।

২৬ জুলাই বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৭ জনের। ঢাকার বাইরে ১ হাজার ৩২৬ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩৭৭ জন। এর মধ্যে ঢাকার ১ হাজার ২০৩ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ১৭৪ জন। 

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৩৪১ জন। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬৭৬ জন এবং ঢাকার বাইরে ১৬ হাজার ৬৬৫ জন।

এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৯৩৭ জন। আর হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ১৮৯ জন। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চলতি মাসের এই ২৬ দিনেই। এ সময় ৩২ হাজার ৩৬৩ জন রোগী শনাক্ত হয়েছে।

ঠিকানা/এনআই
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078