ভোল পাল্টে কাছে ভিড়তে তৎপর সুবিধাবাদীরা 

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ , অনলাইন ভার্সন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস পাঁচ দিনের সফরে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসছেন। তিনি ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেন। 
এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে জাতিসংঘে আসছেন বাংলাদেশের কোনো সরকার প্রধান। আগে যেখানে আওয়ামী লীগ সরকার প্রধানকে অভ্যর্থনা জানাতে জেএফকে বিমানবন্দর ও জাতিসংঘের সামনে স্বাগত সমাবেশ করতো, এ বছর তারা ইতিমধ্যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী প্রবাসীরা বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। তবে অবাক করা বিষয় হলো- প্রবাসে একশ্রেণির সুবিধাবাদী রয়েছেন, যারা সব সরকারের আমলে নিজ স্বার্থ হাসিলে সরকার প্রধানদের কাছে ভেড়ার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম হবে না। ইতিমধ্যে সুবিধাবাদী একটি চক্র নিজেদের দেশপ্রেমিক প্রবাসী দাবি করে বিভিন্ন দাবি দাওয়া পেশ করতে ড. ইউনূসের কাছে যাওয়ার চেষ্টা করছে। কোনো কোনো গোষ্ঠী প্রধান উপদেষ্টাকে নিউইয়র্কে সংবর্:নার দেওয়ার কথাও ভাবছে। ইতিমধ্যে তারা উপর লেভেলে যোগাযোগও করেছেন। কিন্তু ভালো কোনো ফল আসবে বলে মনে করছেন না কেউই। 
এর আগেও ওয়ান ইলেভেনের সময় প্রবাসে একশ্রেণির লোক সেনাসমর্থিত সরকারকে সমর্থন দিয়েছিল। তারাই এখন ভোল পাল্টে ড. মুহাম্মদ ইউনূসের কাছে যাওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। 
একটি সূত্র জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন। তিনি নিউইয়র্ক এসে পৌঁছার পর ২৫ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁর সম্মানে আয়োজিত গণসংম্বর্ধনা সভায় যোগ দেবেন ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং জাতিসংঘের অধিবেশে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর শুক্রবার। মাঝে বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশ ভোজসভায় যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ঢাকা থেকে প্রাপ্ত কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে। 
বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘে এটি হবে প্রথম যোগদান। এজন্য ড. তার নিউইয়র্ক সফর বেশ গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘে তার ভাষণের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আগ্রহ থাকবে বলে বিশেষজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন। 
সূত্র মতে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের সময় ড. মুহাম্মদ ইউনূসের সাথে ছোট পরিসরের সফরসঙ্গী থাকবে। নিতান্তই যে সকল সরকারি কর্মকর্তার কাজ রয়েছে শুধু তারাই এবার সফরসঙ্গী হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরমধ্যে হাই লেভেল জেনারেল ডিবেট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। 
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041