বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৪ , অনলাইন ভার্সন

জাকির হোসেন চৌধুরী ও ড. কবির আহম্মদকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর (রবিবার) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরী এবং ড. মো. কবির আহাম্মদকে বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর পদে তাদের যোগদানের তারিখ থেকে ৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

ঠিকানা/এএস 

M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078