পাচারকৃত অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৮ , অনলাইন ভার্সন
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই দৃশ্য মান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া। ৮ সেপ্টেম্বর (রবিবার) বাণিজ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, পাচার কৃত অর্থ উদ্ধারে একটি ঘটনায় ১৬ বছর লেগেছে। তবে এখন বেশি সময় লাগবে না। এ নিয়ে সরকার কাজ করছে। 

তিনি আরও বলেন, ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক লুটপাটকারী ধরা হয়েছে। 

ঠিকানা/এএস
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041