নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমিউনিটি আউটরিচ ডিভিশন আয়োজিত সামার ইয়ুথ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে ব্রঙ্কস রয়্যালস। গত ২৯ আগস্ট বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির বেইজলি পন্ড পার্কের মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা এনওয়াইসি ওয়াইসিপি ড্রাগনসকে ৬২ রানের ব্যবধানে হারিয়েছে।
টসে জিতে এনওয়াইসি ওয়াইসিপি ড্রাগনস প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ব্রঙ্কম রয়্যালসকে। ২০ ওভারে ব্যাট করতে নেমে অধিনায়ক মুয়াজ আহমেদ ইমুর দল ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে ১০৩ রানে অলআউট হয় এনওয়াইসি ওয়াইসিপি ড্রাগনস। ফলে ব্রঙ্কস রয়্যালস ৬২ রানের বড় ব্যবধানে জয়লাভ করে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রঙ্কস রয়্যালস-এর ইফতি। এছাড়া লিগে তৃতীয় স্থান অর্জন করেছে জয়বাংলা ক্রিকেট দল।
নিউইয়র্ক পুলিশের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক স্টুয়ার্ট ডেপুটি চিফ রিচার্ড টেইলর এবং ডেপুটি ইন্সপেক্টর গ্যারেথ কেন্টিশ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমিউনিটি আউটরিচ ডিভিশনের সুপারভাইজার সার্জন্ট আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার্জেন্ট আব্দুল লতিফ জানান, ইমিগ্র্যান্ট কমিউটিনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এবং মূলধারার সঙ্গে কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে। নিউইয়র্ক সিটি পুলিশ ফাউন্ডেশন এই টুর্নামেন্টে আর্থিক সহায়তা দিয়েছে।
টসে জিতে এনওয়াইসি ওয়াইসিপি ড্রাগনস প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় ব্রঙ্কম রয়্যালসকে। ২০ ওভারে ব্যাট করতে নেমে অধিনায়ক মুয়াজ আহমেদ ইমুর দল ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে। জবাবে ১০৩ রানে অলআউট হয় এনওয়াইসি ওয়াইসিপি ড্রাগনস। ফলে ব্রঙ্কস রয়্যালস ৬২ রানের বড় ব্যবধানে জয়লাভ করে।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রঙ্কস রয়্যালস-এর ইফতি। এছাড়া লিগে তৃতীয় স্থান অর্জন করেছে জয়বাংলা ক্রিকেট দল।
নিউইয়র্ক পুলিশের কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর ডেপুটি কমিশনার মার্ক স্টুয়ার্ট ডেপুটি চিফ রিচার্ড টেইলর এবং ডেপুটি ইন্সপেক্টর গ্যারেথ কেন্টিশ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কমিউনিটি আউটরিচ ডিভিশনের সুপারভাইজার সার্জন্ট আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার্জেন্ট আব্দুল লতিফ জানান, ইমিগ্র্যান্ট কমিউটিনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে এবং মূলধারার সঙ্গে কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে প্রতি বছর ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে। নিউইয়র্ক সিটি পুলিশ ফাউন্ডেশন এই টুর্নামেন্টে আর্থিক সহায়তা দিয়েছে।