নন-প্রফিট অর্গানাইজেশন ‘ভালো’র উদ্যোগে জ্যামাইকায় ১৭২ স্ট্রিটের সামনে ২২ আগস্ট বেলা দুইটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত স্কুলসামগ্রী বিতরণ করা হয়েছে। এই প্রোগ্রামের অন্যতম স্পন্সর ছিল বাংলাদেশি মালিকানাধীন মোবাইল ফোন কোম্পানি রিভারটেল। স্কুলসামগ্রীর মধ্যে ছিল স্কুলব্যাগ, খাতা, নোটবুক, পেন্সিল, হাইলাইটারসহ বিভিন্ন ধরনের স্টেশনারি। এ বছর তৃতীয় বারের মতো সংগঠনটি ৬০০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাকপ্যাক বিতরণ করে। স্কুলসামগ্রীর পাশাপাশি শিক্ষার্থীদের আইসক্রিম, লেমনেডসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি ও ভালোর প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান। এ ছাড়া ভালোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। ভালোর পরিচালক শাহরিয়ার নবী বলেন, আমরা ৬০০ শিক্ষার্থীকে স্কুলসামগ্রী উপহার দিতে পেরেছি। আশা করছি আগামী দিনেও আমাদের এই স্কুলসামগ্রী বিতরণের প্রোগ্রাম চালু রাখতে পারব।
ভালোর প্রতিষ্ঠাতা ও ডিএইচ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহরিয়ার রহমান বলেন, আমরা প্রতিবছর ভালোর পক্ষ থেকে অনুষ্ঠানটি করি। আমরা সাধারণত কোনো স্পন্সর নিই না। এবার আমাদের স্কুল ব্যাকপ্যাকের প্রোগ্রামে স্পন্সর হিসেবে সহায়তা করেছে মোবাইল ফোন কোম্পানি রিভারটেল। আমাদের এই উদ্যোগে সহায়তা করার জন্য রিভারটেলকে ধনবাদ।
ভালোর প্রতিষ্ঠাতা ও ডিএইচ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহরিয়ার রহমান বলেন, আমরা প্রতিবছর ভালোর পক্ষ থেকে অনুষ্ঠানটি করি। আমরা সাধারণত কোনো স্পন্সর নিই না। এবার আমাদের স্কুল ব্যাকপ্যাকের প্রোগ্রামে স্পন্সর হিসেবে সহায়তা করেছে মোবাইল ফোন কোম্পানি রিভারটেল। আমাদের এই উদ্যোগে সহায়তা করার জন্য রিভারটেলকে ধনবাদ।